হোয়াটসঅ্যাপ ম্যাসেজ রিয়্যাকশন আনছে
- প্রকাশ: ০৫:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ৮৭৬ বার পড়া হয়েছে
ইনস্ট্যান্ট (WhatsApp) ম্যাসেজিং অ্যাপগুলোর মধ্যে সারা বিশ্বে হোয়াটসঅ্যাপ সবথেকে জনপ্রিয়। কিছু দিন আগে জানা গিয়েছিল যে, ফেইসবুক মাল্টি-ডিভাইস ইক্সপেরিয়েন্স চালু করবে হোয়াটসঅ্যাপে। এবার জানা গেল, ম্যাসেজ রিঅ্যাকশন (Message Reaction) নামে হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার আনছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাটিংয়ের সময় অপরের পাঠানো ম্যাসেজে রিঅ্যাক্ট করতে পারবেন।
হোয়াটসঅ্যাপে ম্যাসেজ রিঅ্যাকশন ফিচার যুক্ত হলে তা এর ব্যবহারকারীদের ম্যাসেজিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে। এর ফলে কোনো ম্যাসেজ আপনার কেমন লাগলো সেটা ব্যক্ত করার জন্য আপনাকে আলাদা করে ম্যাসেজ টাইপ করতে হবে না। এক্ষেত্রে ইমোজি প্রতিক্রিয়া অপরপ্রান্তে থাকা ব্যক্তিকে আপনার মনের ভাব বুঝিয়ে দেবে। মেসেঞ্জার,
আইম্যাসেজ, ইনস্টাগ্রাম ও টুইটার-এ যেমন প্রত্যেক ম্যাসেজে পৃথকভাবে রিঅ্যাকশন দেওয়া যায়, ঠিক সেই ভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার।
ওয়াবেটালইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ইতিমধ্যেই কোম্পানির এই ফিচারের টেস্টিং শুরু হয়েছে এবং খুব শিগগিরই বেটা ভার্শনে এই ফিচার হাজির হতে পারে।
ওয়াবেটালইনফো ওয়েবসাইটে একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। সেই স্ক্রিনশট থেকে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ-এর পুরনো ভার্শন ফোনে ইনস্টল থাকলে এই ম্যাসেজ রিঅ্যাকশন দেখা যাবে না। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ম্যাসেজে নতুন রিঅ্যাকশন ফিচার দেখার জন্য অ্যাপ আপডেটেড থাকা বাধ্যতামূলক।
রিপোর্টে প্রকাশিত স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট না থাকার জন্য ম্যাসেজ রিঅ্যাকশন দেখানো সম্ভব হয়নি। তাই, হোয়াটসঅ্যাপের ম্যাসেজ রিঅ্যাকশন প্রতীক কেমন দেখতে হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
এর আগে ২০১৮ সালে স্টিকার ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ এবং ২০২০ সালে এই ম্যাসেজিং প্ল্যাটফর্মে যুক্ত হয় অ্যানিমেটেড স্টিকার।