হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি
- প্রকাশ: ১১:১৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারি ২০২২
- / ১৪৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখ বিকেলে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন বলে জানা গেছে। ৬৫ বছর বয়সী হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হতে যাচ্ছেন।
সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ায় বৃহস্পতিবার হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচারাঙ্গনের প্রধান পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেসসচিব মো: জয়নাল আবেদীন গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন।
সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। সেক্ষেত্রে হাসান ফয়েজ সিদ্দিকী দুই বছর প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত থাকছেন।
হাসান ফয়েজ সিদ্দিকীর জন্ম ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর। তিনি ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে আইন পেশায় যোগ দেন।
১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হন।
হাসান ফয়েজ সিদ্দিকী ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।