বাংলাদেশ কি এশিয়া কাপ ২০২২ ফাইনাল খেলতে পারবে?
- প্রকাশ: ০৮:১৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ৮৫৩ বার পড়া হয়েছে
এশিয়া কাপ ২০২২-এর পূর্বে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা সর্বশেষ চার ম্যাচে তিন জন অধিনায়ক ছিলেন, আর শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয়। আন্তর্জাতিক টি-২০-তে বাংলাদেশের পরিসংখ্যানের যে কতটা খারাপ তা এ থেকেও বোঝার উপায় নেই। টি-২০ ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই নাজুক। ১৩১ ম্যাচে সাকুল্যে ৪৫ জয় রয়েছে টাইগারদের।
খুদে ফরম্যাটে পায়ের তলায় জমিন খুঁজে পাচ্ছে না বাংলাদেশ দল। সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করে বিসিবি। টানা হারে দলটার আত্মবিশ্বাস তলানীতে। তাই এশিয়া কাপ ২০২২ এশিয়া কাপ খুবই চ্যালেঞ্জিং একটি টুর্নামেন্ট বাংলাদেশের জন্য, বিশেষ করে এশিয়া কাপের প্রথম রাউন্ড পার হওয়াই মূল চ্যালেঞ্জ এই দলটির জন্য। প্রথম পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সুপার ফোর রাউন্ডে খেলতে হলে দুই ম্যাচে অন্তত একটি জয় লাগবেই।
বাংলাদেশের ক্রিকেট দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের আশা, সুপার ফোর পর্বে খেলবে সাকিবের দল। এমনকি টুর্নামেন্টের ফাইনাল খেলতে চান তিনি। মিরপুর স্টেডিয়ামে আগস্ট ১৭, ২০২২ বিসিবির এ পরিচালক বলেছেন, ‘এশিয়া কাপের দ্বিতীয় পর্বে যাওয়া নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন, যেহেতু আমরা এই ফরম্যাটে ভালো করছি না। কিন্তু আমি বিশ্বাস করি আমরা এটা পারব। ফরম্যাট ৫০ ওভার হোক বা টি-২০, আমরা ফাইনালটা অবশ্যই খেলতে চাই। ’
এশিয়া কাপের প্রথম রাউন্ডে দুই ম্যাচই জিততে চান সুজন। সে অনুযায়ী নাকি প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল, ‘আমাদের প্রথম দুইটা ম্যাচ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। ম্যাচগুলো আমরা জিততে চাই। শারজা ও দুবাইতে খেলা। ওখানকার কন্ডিশন আমরা জানি। ওখানে কি হবে আমরা জানি। ওরকম মাথায় রেখেই আমরা পরিকল্পনা করছি।’
এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড—
- সাকিব আল হাসান (অধিনায়ক)
- এনামুল হক বিজয়
- মুশফিকুর রহিম
- আফিফ হোসেন ধ্রুব
- মোসাদ্দেক হোসেন
- মাহমুদুল্লাহ রিয়াদ
- মাহেদি হাসান
- মোহম্মদ সইফুদ্দিন
- হাসান মাহমুদ
- মোস্তাফিজুর রহমান
- নাসুম আহমেদ
- সাব্বির রহমান
- মেহেদি হাসান মিরাজ
- এবাদত হোসেন
- পারভেজ হোসেন ইমন
- নুরুল হাসান
- তাসকিন আহমেদ
এশিয়া কাপের সংশোধিত বাংলাদেশ দলের সংশোধিত স্কোয়াড—
- সাকিব আল হাসান (অধিনায়ক)
- এনামুল হক বিজয়
- মুশফিকুর রহিম
- আফিফ হোসেন ধ্রুব
- মোসাদ্দেক হোসেন
- মাহমুদউল্লাহ রিয়াদ
- মাহেদি হাসান
- মোহাম্মদ সাইফউদ্দিন
- মোস্তাফিজুর রহমান
- নাসুম আহমেদ
- সাব্বির রহমান
- মেহেদি হাসান মিরাজ
- তাসকিন আহমেদ
- ইবাদত হোসেন
- পারভেজ হোসেন
- মোহাম্মদ নাঈম