১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
                       

এশিয়া কাপ ২০২২-এ এনামুল হক বিজয়ের সাথে বাংলাদেশের ওপেন করবে কে?

  • প্রকাশ: ০৬:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ৭০১ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে উইকেট নেওয়ার পর সাকিব আল হাসানকে অভিনন্দন জানাচ্ছেন তামিম ইকবাল ও উল্লাস করছে দল


Google News
বিশ্লেষণ-এর সর্বশেষ নিবন্ধ পড়তে গুগল নিউজে যোগ দিন

বিশেষ শর্তসাপেক্ষে এবং স্বল্পমূল্যে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

এশিয়া কাপ ২০২২ দলে দুই জন স্বীকৃত ওপেনার আছেন। এনামুল হক বিজয় এবং তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে এর বাইরেও বিকল্প ওপেনারের আলোচনা উঠেছে জোরেসোরে। এই আলোচনায় মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসানের নাম এসেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টা নিয়ে অবগত।

এনামুল হক বিজয়ের সাথে ব্যাটিং-এ কে ওপেন করবেন সে সিদ্ধান্ত নেবেন অধিনায়ক সাকিব আল হাসান। 

মিরপুর স্টেডিয়ামে বোর্ড সভাপতি বলেছেন, ওপেনার নির্বাচনের ভার অধিনায়ক সাকিব আল হাসানের হাতেই থাকছে। সাকিবই ঠিক করবেন ইমন না একাদশে না থাকলে বিজয়ের সঙ্গে কে ওপেনিংয়ে যাবেন। মুশফিককে ওপেনিংয়ে নামানোর প্রসঙ্গে পাপন বলেছেন, ‘অনেক জায়গায় যে রকম বলা হচ্ছে জিনিসটা আসলে তা না। কথা হচ্ছে আমাদের ওপেনিংয়ে তামিম নেই, লিটন নেই। তাই এখানে একটা বড় গ্যাপ রয়েছে। তো ইমন আসতে পারে, ইমন যদি না আসে কে আসবে? শেখ মেহেদী ঘরোয়াতে ওপেন করতো, মেহেদী হাসান মিরাজও ওপেন করতো। তো অপশন আছে, মুশফিকও আছে। পুরোটাই নির্ভর করবে পরিস্হিতির ওপর।’

প্রতিপক্ষ, কন্ডিশন বিবেচনায় ওপেনার নির্বাচনের পক্ষে নাজমুল হাসান পাপন। পাওয়ার প্লের সুবিধা আদায় করতে পারবেন এমন কাউকে ওপেনিংয়ে চান তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অধিনায়ক সাকিব আল হাসানের ওপরই ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি। গতকাল তিনি বলেন, ‘আসল সিদ্ধান্ত নেবে অধিনায়ক। এখন অধিনায়কও তো ওপেন করতে পারে। যদি সে বলে, আমি ওপেন করব। তখন আমাদের কোনো কিছু কী বলার থাকবে? ও (সাকিব আল হাসান) যদি আত্মবিশ্বাসী থাকে যে, আমি ওপেন করব, তাহলে তো কিছু বলার নাই।’ টি-২০ তে মিডল অর্ডারে মুশফিক সুবিধা করতে পারছেন না। তাই অভিজ্ঞ এ ব্যাটসম্যানকে ওপেনিংয়ে কাজে লাগানোর আলোচনাই বেশি গুরুত্ব পাচ্ছে।

এশিয়া কাপ ২০২২-এ বাংলাদেশ দল এনামুল হক বিজয়ের সাথে যাদের ওপেন করার সম্ভাবনা তারা হলেন— পারভেজ হোসেন ইমন, শেখ মাহেদী মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান নিজে।

শেয়ার করুন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

বিশেষ শর্তসাপেক্ষে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

এশিয়া কাপ ২০২২-এ এনামুল হক বিজয়ের সাথে বাংলাদেশের ওপেন করবে কে?

প্রকাশ: ০৬:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

এশিয়া কাপ ২০২২ দলে দুই জন স্বীকৃত ওপেনার আছেন। এনামুল হক বিজয় এবং তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে এর বাইরেও বিকল্প ওপেনারের আলোচনা উঠেছে জোরেসোরে। এই আলোচনায় মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসানের নাম এসেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টা নিয়ে অবগত।

এনামুল হক বিজয়ের সাথে ব্যাটিং-এ কে ওপেন করবেন সে সিদ্ধান্ত নেবেন অধিনায়ক সাকিব আল হাসান। 

মিরপুর স্টেডিয়ামে বোর্ড সভাপতি বলেছেন, ওপেনার নির্বাচনের ভার অধিনায়ক সাকিব আল হাসানের হাতেই থাকছে। সাকিবই ঠিক করবেন ইমন না একাদশে না থাকলে বিজয়ের সঙ্গে কে ওপেনিংয়ে যাবেন। মুশফিককে ওপেনিংয়ে নামানোর প্রসঙ্গে পাপন বলেছেন, ‘অনেক জায়গায় যে রকম বলা হচ্ছে জিনিসটা আসলে তা না। কথা হচ্ছে আমাদের ওপেনিংয়ে তামিম নেই, লিটন নেই। তাই এখানে একটা বড় গ্যাপ রয়েছে। তো ইমন আসতে পারে, ইমন যদি না আসে কে আসবে? শেখ মেহেদী ঘরোয়াতে ওপেন করতো, মেহেদী হাসান মিরাজও ওপেন করতো। তো অপশন আছে, মুশফিকও আছে। পুরোটাই নির্ভর করবে পরিস্হিতির ওপর।’

প্রতিপক্ষ, কন্ডিশন বিবেচনায় ওপেনার নির্বাচনের পক্ষে নাজমুল হাসান পাপন। পাওয়ার প্লের সুবিধা আদায় করতে পারবেন এমন কাউকে ওপেনিংয়ে চান তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অধিনায়ক সাকিব আল হাসানের ওপরই ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি। গতকাল তিনি বলেন, ‘আসল সিদ্ধান্ত নেবে অধিনায়ক। এখন অধিনায়কও তো ওপেন করতে পারে। যদি সে বলে, আমি ওপেন করব। তখন আমাদের কোনো কিছু কী বলার থাকবে? ও (সাকিব আল হাসান) যদি আত্মবিশ্বাসী থাকে যে, আমি ওপেন করব, তাহলে তো কিছু বলার নাই।’ টি-২০ তে মিডল অর্ডারে মুশফিক সুবিধা করতে পারছেন না। তাই অভিজ্ঞ এ ব্যাটসম্যানকে ওপেনিংয়ে কাজে লাগানোর আলোচনাই বেশি গুরুত্ব পাচ্ছে।

এশিয়া কাপ ২০২২-এ বাংলাদেশ দল এনামুল হক বিজয়ের সাথে যাদের ওপেন করার সম্ভাবনা তারা হলেন— পারভেজ হোসেন ইমন, শেখ মাহেদী মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান নিজে।