০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
                       

ত্বকের উজ্জ্বলতায় মধু ব্যবহার করার উপকারিতা

জারিন তাসনিম
  • প্রকাশ: ০৮:৩১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / ৭৪৭ বার পড়া হয়েছে

রুপচর্চায় মধুর উপকারিতা লক্ষ্যণীয়


Google News
বিশ্লেষণ-এর সর্বশেষ নিবন্ধ পড়তে গুগল নিউজে যোগ দিন

বিশেষ শর্তসাপেক্ষে এবং স্বল্পমূল্যে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে বা ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য অনেকেই ত্বকে মধু লাগান; কেউ আবার দইয়ের সঙ্গে মধু মিশিয়ে মাখেন ত্বলে। আবার এমনও দেখা যায় যে, কেউ আবার অন্য কিছুর সঙ্গে মধু মেশান।

মধু দিয়ে রূপচর্চায় ত্বকের নানা উপকার হয়।  যেমন—

  • ত্বক পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে পারে মধু। মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান; এছাড়া মধুতে বহু ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদানও আছে। সব উপাদান মিলে ত্বক থেকে জীবাণু দূর করে। আবার ত্বক আর্দ্রও রাখে।
  • মধুতে উপস্থিত প্রোবায়োটিক ও অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকে পুষ্টি জোগায়। এতে ত্বক মসৃণ ও টানটান থাকে। দাগছোপ কম পড়ে। ফলে ত্বকে বার্ধক্য আসে দেরিতে।
  • ত্বক যত্নে রাখার জন্য নিয়মিত মৃত কোষ তুলে ফেলা দরকার। এ কাজ করতে মধু বেশ কার্যকরী।
  • ত্বকে মধু কিছুক্ষণ মেখে রেখে তার পর ধুয়ে ফেললে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে। এর জন্য কারণে মুখের কোনো মাস্ক তৈরি করলে অল্প মধু দিয়ে দেওয়া হয়।
  • কম সময়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে অ্যাভোক্যাডো, লেবুর রস কিংবা অ্যাপেলইসডার ভিনেগারের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য দ্রুত ফিরে আসে।
বিষয়:

শেয়ার করুন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

জারিন তাসনিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্বাধীন লেখক।

বিশেষ শর্তসাপেক্ষে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

ত্বকের উজ্জ্বলতায় মধু ব্যবহার করার উপকারিতা

প্রকাশ: ০৮:৩১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে বা ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য অনেকেই ত্বকে মধু লাগান; কেউ আবার দইয়ের সঙ্গে মধু মিশিয়ে মাখেন ত্বলে। আবার এমনও দেখা যায় যে, কেউ আবার অন্য কিছুর সঙ্গে মধু মেশান।

মধু দিয়ে রূপচর্চায় ত্বকের নানা উপকার হয়।  যেমন—

  • ত্বক পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে পারে মধু। মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান; এছাড়া মধুতে বহু ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদানও আছে। সব উপাদান মিলে ত্বক থেকে জীবাণু দূর করে। আবার ত্বক আর্দ্রও রাখে।
  • মধুতে উপস্থিত প্রোবায়োটিক ও অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকে পুষ্টি জোগায়। এতে ত্বক মসৃণ ও টানটান থাকে। দাগছোপ কম পড়ে। ফলে ত্বকে বার্ধক্য আসে দেরিতে।
  • ত্বক যত্নে রাখার জন্য নিয়মিত মৃত কোষ তুলে ফেলা দরকার। এ কাজ করতে মধু বেশ কার্যকরী।
  • ত্বকে মধু কিছুক্ষণ মেখে রেখে তার পর ধুয়ে ফেললে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে। এর জন্য কারণে মুখের কোনো মাস্ক তৈরি করলে অল্প মধু দিয়ে দেওয়া হয়।
  • কম সময়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে অ্যাভোক্যাডো, লেবুর রস কিংবা অ্যাপেলইসডার ভিনেগারের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য দ্রুত ফিরে আসে।