০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
                       

২০২৩ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ যে ভেন্যুতে

  • প্রকাশ: ১১:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / ৪৫৫ বার পড়া হয়েছে

২০১১ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে বিশ্বকাপের একটি ম্যাচে সাকিব আল হাসান ও শাহরিয়ার নাফীস।


Google News
বিশ্লেষণ-এর সর্বশেষ নিবন্ধ পড়তে গুগল নিউজে যোগ দিন

বিশেষ শর্তসাপেক্ষে এবং স্বল্পমূল্যে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

ভারতের মাটিতে আসছে অক্টোবর থেকে শুরু হবে আইসিসির মেগা ইভেন্ট ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩। আসন্ন এ বিশ্বকাপের সূচি নিয়ে অপেক্ষায় আছে অংশগ্রহণকারী দলগুলো থেকে শুরু করে ক্রিকেট ভক্তরা। কিন্তু এখনো আনুষ্ঠানিক ভাবে সূচি প্রকাশ করেনি আয়োজক দেশ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। আইপিএলের পর সূচি চূড়ান্ত করার কথা থাকলেও তা হয়নি। তবে এরই মধ্যে প্রকাশ পেয়েছে জনপ্রিয় এ আসরের খসড়া সূচি। খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশের দুটি ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু জানা গেছে। 

খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশের দুটি ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু জানা গেছে। যেখানে ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এছাড়া স্বাগতিক ভারতের বিপক্ষে টাইগাররা খেলবে ১৯ অক্টোবর। মহারাষ্ট্রের পুনেতে হবে ম্যাচটি।

খসড়া সূচি অনুযায়ী ২০২৩ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। আর স্বাগতিক ভারতের প্রথম ম্যাচ হবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া উদ্বোধনী ও ফাইনাল- দুটি ম্যাচই হবে আহমেদাবাদে। তবে সেমিফাইনালের ভেন্যু কোনটা হবে তা খসড়া সূচিতে উল্লেখ নেই। ১৫ ও ১৬ নভেম্বর সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হওয়ার কথা।

২০১৯ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে মতো এবারও দশটি দল নিয়ে হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পাকিস্তান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে মোট পাঁচ ভেন্যুতে।

২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে আসর শুরুর এক বছর আগেই সূচি চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু এবার মাত্র ৪ মাস বাকি থাকলেও সূচি ঘোষণা হয়নি। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছিলেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় সূচি ঘোষণা হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবশ্য শেষ হয়ে গেছে রবিবার।

শেয়ার করুন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

বিশেষ শর্তসাপেক্ষে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

২০২৩ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ যে ভেন্যুতে

প্রকাশ: ১১:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

ভারতের মাটিতে আসছে অক্টোবর থেকে শুরু হবে আইসিসির মেগা ইভেন্ট ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩। আসন্ন এ বিশ্বকাপের সূচি নিয়ে অপেক্ষায় আছে অংশগ্রহণকারী দলগুলো থেকে শুরু করে ক্রিকেট ভক্তরা। কিন্তু এখনো আনুষ্ঠানিক ভাবে সূচি প্রকাশ করেনি আয়োজক দেশ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। আইপিএলের পর সূচি চূড়ান্ত করার কথা থাকলেও তা হয়নি। তবে এরই মধ্যে প্রকাশ পেয়েছে জনপ্রিয় এ আসরের খসড়া সূচি। খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশের দুটি ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু জানা গেছে। 

খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশের দুটি ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু জানা গেছে। যেখানে ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এছাড়া স্বাগতিক ভারতের বিপক্ষে টাইগাররা খেলবে ১৯ অক্টোবর। মহারাষ্ট্রের পুনেতে হবে ম্যাচটি।

খসড়া সূচি অনুযায়ী ২০২৩ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। আর স্বাগতিক ভারতের প্রথম ম্যাচ হবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া উদ্বোধনী ও ফাইনাল- দুটি ম্যাচই হবে আহমেদাবাদে। তবে সেমিফাইনালের ভেন্যু কোনটা হবে তা খসড়া সূচিতে উল্লেখ নেই। ১৫ ও ১৬ নভেম্বর সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হওয়ার কথা।

২০১৯ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে মতো এবারও দশটি দল নিয়ে হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পাকিস্তান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে মোট পাঁচ ভেন্যুতে।

২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে আসর শুরুর এক বছর আগেই সূচি চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু এবার মাত্র ৪ মাস বাকি থাকলেও সূচি ঘোষণা হয়নি। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছিলেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় সূচি ঘোষণা হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবশ্য শেষ হয়ে গেছে রবিবার।