প্রদীপ রায় ১৯৫২ সালের ২ অক্টোবর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বেকরা গ্রামে। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে এম.এ. এবং ১৯৮৪ সালে ভারতের পুনা বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। কিছুকাল মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে অধ্যাপনা করে ১৯৮৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যােগ দেন। বর্তমানে তিনি এই বিভাগের সুপ্রিনিউমেরারি অধ্যাপক।