০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
                       

টি২০ বিশ্বকাপ ২০২১: রাউন্ড ১ এবং সুপার ১২-এ কোন দল কোন গ্রুপে

মু. মিজানুর রহমান মিজান
  • প্রকাশ: ০৯:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • / ৬৪৫০ বার পড়া হয়েছে

টি২০ বিশ্বকাপ ২০২১: রাউন্ড ১ এবং সুপার ১২-এ কোন দল কোন গ্রুপে

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (International Cricket Council – ICC) ১৬ জুলাই, ২০২১ তারিখ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি টোয়েন্টি পুরুষ বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) গ্রুপ ঘোষণা করেছে। ২০২১ টি টোইয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হলেও এর আয়োজক সংস্থা হলো দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (Board of Control for Cricket in India) বা বিসিসিআই।

টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি২০ বিশ্বকাপের জন্য যে গ্রুপ ঘোষণা করা হয়েছে তা ঠিক করা হয়েছে ২০ মার্চ, ২০২১ পর্যন্ত আইসিসি টি২০ র‍্যাংকিং এর ওপর ভিত্তি করে। এই বিশ্বকাপ হবে মূলত দুইটি পর্বে। দুই পর্বে একটি হলো রাউন্ড ১ (Round 1) এবং অপরটি সুপার ১২ (Super 12)। এখানে মোট ১৬ টি দেশ অংশ নিবে তবে সবগুলো দলকে খেলতে হবে না রাউন্ড ১ পর্ব, বরং সরাসরি ওই দলগুলো সুপার ১২ রাউন্ড খেলবে। সরাসরি সুপার ১২ রাউন্ড যে দলগুলো খেলবে সেগুলো ২০ মার্চ, ২০২১ পর্যন্ত আইসিসি র‍্যাংকিং এর প্রথম থেকে অষ্টম অবস্থানে ছিল। ইতোমধ্যে ৮ টি দল সুপার ১২ পর্বে সুযোগ পেয়ে যাওয়ায় সেখানের বাকি ৪ টি দলের জায়গা পূরণ করা হবে রাউন্ড ১ থেকে।

সুপার ১২ তে জায়গা পেতে রাউন্ড ১ খেলবে মোট ৮ টি দল, যে দলগুলো ২০ মার্চ, ২০২১ পর্যন্ত নবম থেকে ষোড়শ অবস্থানে ছিল। রাউন্ড ১-এর ৮ দি দল নিয়ে করা হয়েছে দুইটি গ্রুপ, যথা- গ্রুপ এ এবং গ্রুপ বি। রাউন্ড ১-কে কেউ কেউ বাছাই পর্ব বলে সম্বোধন করে থাকেন।

রাউন্ড ১

রাউন্ড ১ মোকাবেলা করে সুপার ১২ তে খেলার সুযোগ পেতে লড়তে হবে বিশ্ব ক্রিকেটের এক সময়ের অন্যতম পরাশক্তি এবং বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলংকা এবং ক্রিকেটের ভবিষ্যৎ পরাশক্তি হিসেবে পরিগণিত বাংলাদেশ।

রাউন্ড ১ এর গ্রুপ এ-তে খেলবে শ্রীলংকা। শ্রীলংকার সাথে আরও যে দলগুলো খেলবে সেগুলো হলো- আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। অন্যদিকে গ্রুপ বি-তে খেলবে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং ওমান।

রাউন্ড ১ এর দুই গ্রুপের দল-

গ্রুপ এগ্রুপ বি
শ্রীলংকা (Sri Lanka)বাংলাদেশ (Bangladesh)
আয়ারল্যান্ড (Ireland)স্কটল্যান্ড (Scotland)
নেদারল্যান্ডস (Netherlands)পাপুয়া নিউগিনি (Paua New Guinea)
নামিবিয়া (Namibia)ওমান (Oman)

রাউন্ড ১ এর দুই গ্রুপের উইনার ও রানার-আপ দল অর্থাৎ প্রতিগ্রুপের প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই দল মূল পর্ব বলে বিবেচিত সুপার ১২ তে বাকি ৮ টি দলের পৃথক দুই গ্রুপে যোগ দিবে।

সুপার ১২

আইসিসি টি২০ টিম র‍্যাংকিং এর ওপরের থাকা ৮ দল এবং নিচে থাকা ৮ দল নিয়ে নির্ধারিত দুইটি গ্রুপের দলগুলো  নিজেদের গ্রুপের মধ্যে একবার করে খেলে যারা উইনার ও রানার আপ হবে এমন চার দলের মধ্যে প্রতিযোগিতা পর্ব হলো সুপার ১২।

টি২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং রানার আপ ও ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডসহ ভারত ও নিউজিল্যান্ডের মতো বিশ্বকাপানো দলগুলো র‍্যাংকিং এর ওপরের দিকে থাকায় সরাসরি সুপার ১২ খেলার সুযোগ পেয়ে বসে আছে। সুপার ১২ পর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছে আফগানিস্তানের মতো একটি দল, যেখানে এক বারের চ্যাম্পিয়ন এবং তিন বার ফাইনাল খেলা শ্রীলংকা দলকে মূল পর্বে জায়গা পেতে খেলে আসতে হবে রাউন্ড ১।

একমাত্র আফগানিস্তান ব্যতীত টি২০ বিশ্বকাপের এবারের আসরের সুপার ১২ তে আর কোনো চমক নেই। যারা সুপার ১২ তে সরাসরি খেলবে তারা শক্তির দিক থেকে খুবই উপরের দিকে। আফগানিস্তানও বিগত কয়েক বছর ধরে খুব চমৎকার খেলছে।

সুপার ১২-এ ইতোমধ্যে যে দলগুলো জায়গা করে নিয়েছে সে দলগুলো নিয়ে করা হয়েছে আরও দুইটি গ্রুপ। এই পর্বের গ্রুপগুলোকে ডাকা হবে গ্রুপ ১ (Group 1) এবং গ্রুপ ২ (Group 2) বলে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং রানার আপ ইংল্যান্ড, এই দুই দলই এবার এক গ্রুপে খেলবে। দল দুইটি খেলবে গ্রুপ ১-এ, তাদের সাথে একই গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ১-এ আরও যোগ দেবে রাউন্ড ১ এর গ্রুপ এ-এর উইনার এবং গ্রুপ বি-এর রানার আপ দল।

র‍্যাংকিং অনুসারে গ্রুপ বি-তে জায়গা লড়াই করবে দুইটি চ্যাম্পিয়ন দল ভারত ও পাকিস্তান, যাদের আবার একাধিক ফাইনাল খেলারও ইতিহাস রয়েছে। ২০০৭ সালে প্রথম বারের মতো আয়োজিত হয় টি২০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার শহর জেহানেসবার্গে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ভারত ও পাকিস্তান একই গ্রুপে খেলবে। তাদের সাথে প্রতিযোগিতা করবে নির্দিষ্ট হয়ে থাকা এমন দুইটি দল হলো নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। গ্রুপ বি-তে রাউন্ড ১ থেকে যোগ দেবে গ্রুপ এ-এর রানার আপ এবং গ্রুপ বি-এর চ্যাম্পিয়ন দল।

সুপার ১২ এর দুই গ্রুপের দল-

গ্রুপ ১গ্রুপ ২
ইংল্যান্ড (England)ভারত (India)
অস্ট্রেলিয়া (Australia)পাকিস্তান (Pakistan)
দক্ষিণ আফ্রিকা (South Afrca)নিউজিল্যান্ড (New Zealand)
ওয়েস্ট ইন্ডিজ (West Indies)আফগানিস্তান (Afghanistan)
উইনার, গ্রুপ এ (Winner, Group A)রানার আপ, গ্রুপ এ (Runner-up, Group A)
রানার আপ, গ্রুপ বি (Runner-up, Group B)উইনার, গ্রুপ বি (Winner, Group B)

২০২১ টি২০ বিশ্বকাপ নিয়ে কে কী বলেছেন?

আইসিসি’র ভারপ্রাপ্ত নির্বাহী জেফ অ্যালারডাইস বলেছেন যে, আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর গ্রুপ ঘোষণা করে তাঁরা আনন্দিত। তিনি আরও বলেছেন, এই ঘোষণার মধ্য দিয়ে এবারের আয়োজন ক্রিকেট ভক্তদের মধ্যে প্রাণের সঞ্চার করেছে যেহতু বৈশ্বিক মহামারীর কারণে আজ সব কিছু স্থবির হয়ে আছে। তিনি আরও বলেছেন, আর কোনো সন্দেহ থাকলো না এই বিশ্বকাপ নিয়ে। জেদ অ্যালারডাইস আকাঙ্ক্ষা প্রকাশ করে আরও বলেছেন, বেশ কিছু প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের সাক্ষী হতে পারবেন মাত্র তিনটি মাস পরেই।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, গ্রুপিং ঘোষণার মধ্য দিয়ে ২০২১ সালের আইসিসি টি২০ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। জয় শাহ এটাও বিশ্বাস করেন যে, গ্রুপের কোনো দলের মধ্যে কোনো পার্থক্য নেই, প্রতিটি দলই একে অপরের জন্য কঠিন। এছাড়াও তিনি স্বীকার করেছেন যে, সংক্ষিপ্ত সংস্করণের এই টি২০ ক্রিকেট বিস্ময়ের জন্য খুবই পরিচিতি; তাই তাঁর দলকে (ভারত) কঠোর প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। কিছু উত্তেজনাকর ও কঠিন প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচের সাক্ষী হতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সেক্রেটারি।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি টি২০ বিশ্বকাপ ২০২১ ওমানে অনুষ্ঠিত হওয়া নিয়ে খুবই খুশী। তিনি মনে করেন, বিশ্ব ক্রিকেটের একটি আয়োজন টি২০ বিশ্বকাপ ওমানে আয়োজন করাটা ভালো কিছু, এতে সেখানে অনেক তরুণ এই খেলার প্রতি আগ্রহী হবে। সৌরভ গাঙ্গুলি টি২০ বিশ্বকাপের এবারের আসর ওয়ার্ল্ড ক্লাস হবে বলে আশা ব্যক্ত করেছেন।

ওমান ক্রিকেটের চেয়ারম্যান পংকজ খিমজি বলেন, ওমান ক্রিকেট অনেক দূর এগিয়েছে এবং আইসিসি এবং বিসিসিআইকে টি২০ পুরুষ বিশ্বকাপের গ্রুপ ঘোষণার জন্য ওমান ক্রিকেট অ্যাকাডেমিতে পাওয়া এক আনন্দঘন মুহুর্ত। তিনি বলেছেন, এই আসরকে শুধু আয়োজন করে দেখানোই নয় বরং বিশ্বের কাছে ওমানকে একটি ক্রিকেটবান্ধব দেশ হিসেবে প্রদর্শন করার সুযোগ।

আমিরাত ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট খালিদ আল জারুনি তাঁর বক্তব্যে খেলাধুলার জন্য এমন একটি বৈরী পরিবেশ ও সময়ের (করোনাভাইর মহামারী) মধ্যে টি২০ পুরুষ বিশ্বকাপের গ্রুপ ঘোষণায় আইসিসি, বিসিসিআই এবং অংশগ্রহণ করতে চলা দলগুলোকে স্বাগত জানিয়েছেন।

কোন কোন স্টেডিয়ামে ট২০ বিশ্বকাপ ২০২১ এর খেলা অনুষ্ঠিত হবে?

আইসিসি জানিয়েছে ২০২১ সালের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চারটি স্টেডিয়ামে। এগুলো হলো যথাক্রমে- দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (Dubai International Stadium), আবু ধাবি শহরের শেখ জায়েদ স্টেডিয়াম (Sheikh Zayed Stadium in Abu Dhabi), শারজাহ স্টেডিয়াম (Sharjah Stadium) এবং ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড (Oman Cricket Academy Ground)।

বিষয়:

শেয়ার করুন

One thought on “টি২০ বিশ্বকাপ ২০২১: রাউন্ড ১ এবং সুপার ১২-এ কোন দল কোন গ্রুপে

  1. আগামি কাল বাংলাদেশের vs পাপুয়া নিউ গিনির মধ্যে কোন দল জিতবে?

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

মু. মিজানুর রহমান মিজান

মু. মিজানুর রহমান মিজান একজন স্বাধীন শিক্ষামূলক লেখক। তিনি শিক্ষা গবেষণায় বেশ আগ্রহী। যৌথভাবে কিছু গবেষণায়ও অংশ নিয়েছেন।

বিশেষ শর্তসাপেক্ষে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

টি২০ বিশ্বকাপ ২০২১: রাউন্ড ১ এবং সুপার ১২-এ কোন দল কোন গ্রুপে

প্রকাশ: ০৯:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (International Cricket Council – ICC) ১৬ জুলাই, ২০২১ তারিখ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি টোয়েন্টি পুরুষ বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) গ্রুপ ঘোষণা করেছে। ২০২১ টি টোইয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হলেও এর আয়োজক সংস্থা হলো দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (Board of Control for Cricket in India) বা বিসিসিআই।

টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি২০ বিশ্বকাপের জন্য যে গ্রুপ ঘোষণা করা হয়েছে তা ঠিক করা হয়েছে ২০ মার্চ, ২০২১ পর্যন্ত আইসিসি টি২০ র‍্যাংকিং এর ওপর ভিত্তি করে। এই বিশ্বকাপ হবে মূলত দুইটি পর্বে। দুই পর্বে একটি হলো রাউন্ড ১ (Round 1) এবং অপরটি সুপার ১২ (Super 12)। এখানে মোট ১৬ টি দেশ অংশ নিবে তবে সবগুলো দলকে খেলতে হবে না রাউন্ড ১ পর্ব, বরং সরাসরি ওই দলগুলো সুপার ১২ রাউন্ড খেলবে। সরাসরি সুপার ১২ রাউন্ড যে দলগুলো খেলবে সেগুলো ২০ মার্চ, ২০২১ পর্যন্ত আইসিসি র‍্যাংকিং এর প্রথম থেকে অষ্টম অবস্থানে ছিল। ইতোমধ্যে ৮ টি দল সুপার ১২ পর্বে সুযোগ পেয়ে যাওয়ায় সেখানের বাকি ৪ টি দলের জায়গা পূরণ করা হবে রাউন্ড ১ থেকে।

সুপার ১২ তে জায়গা পেতে রাউন্ড ১ খেলবে মোট ৮ টি দল, যে দলগুলো ২০ মার্চ, ২০২১ পর্যন্ত নবম থেকে ষোড়শ অবস্থানে ছিল। রাউন্ড ১-এর ৮ দি দল নিয়ে করা হয়েছে দুইটি গ্রুপ, যথা- গ্রুপ এ এবং গ্রুপ বি। রাউন্ড ১-কে কেউ কেউ বাছাই পর্ব বলে সম্বোধন করে থাকেন।

রাউন্ড ১

রাউন্ড ১ মোকাবেলা করে সুপার ১২ তে খেলার সুযোগ পেতে লড়তে হবে বিশ্ব ক্রিকেটের এক সময়ের অন্যতম পরাশক্তি এবং বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলংকা এবং ক্রিকেটের ভবিষ্যৎ পরাশক্তি হিসেবে পরিগণিত বাংলাদেশ।

রাউন্ড ১ এর গ্রুপ এ-তে খেলবে শ্রীলংকা। শ্রীলংকার সাথে আরও যে দলগুলো খেলবে সেগুলো হলো- আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। অন্যদিকে গ্রুপ বি-তে খেলবে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং ওমান।

রাউন্ড ১ এর দুই গ্রুপের দল-

গ্রুপ এগ্রুপ বি
শ্রীলংকা (Sri Lanka)বাংলাদেশ (Bangladesh)
আয়ারল্যান্ড (Ireland)স্কটল্যান্ড (Scotland)
নেদারল্যান্ডস (Netherlands)পাপুয়া নিউগিনি (Paua New Guinea)
নামিবিয়া (Namibia)ওমান (Oman)

রাউন্ড ১ এর দুই গ্রুপের উইনার ও রানার-আপ দল অর্থাৎ প্রতিগ্রুপের প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই দল মূল পর্ব বলে বিবেচিত সুপার ১২ তে বাকি ৮ টি দলের পৃথক দুই গ্রুপে যোগ দিবে।

সুপার ১২

আইসিসি টি২০ টিম র‍্যাংকিং এর ওপরের থাকা ৮ দল এবং নিচে থাকা ৮ দল নিয়ে নির্ধারিত দুইটি গ্রুপের দলগুলো  নিজেদের গ্রুপের মধ্যে একবার করে খেলে যারা উইনার ও রানার আপ হবে এমন চার দলের মধ্যে প্রতিযোগিতা পর্ব হলো সুপার ১২।

টি২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং রানার আপ ও ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডসহ ভারত ও নিউজিল্যান্ডের মতো বিশ্বকাপানো দলগুলো র‍্যাংকিং এর ওপরের দিকে থাকায় সরাসরি সুপার ১২ খেলার সুযোগ পেয়ে বসে আছে। সুপার ১২ পর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছে আফগানিস্তানের মতো একটি দল, যেখানে এক বারের চ্যাম্পিয়ন এবং তিন বার ফাইনাল খেলা শ্রীলংকা দলকে মূল পর্বে জায়গা পেতে খেলে আসতে হবে রাউন্ড ১।

একমাত্র আফগানিস্তান ব্যতীত টি২০ বিশ্বকাপের এবারের আসরের সুপার ১২ তে আর কোনো চমক নেই। যারা সুপার ১২ তে সরাসরি খেলবে তারা শক্তির দিক থেকে খুবই উপরের দিকে। আফগানিস্তানও বিগত কয়েক বছর ধরে খুব চমৎকার খেলছে।

সুপার ১২-এ ইতোমধ্যে যে দলগুলো জায়গা করে নিয়েছে সে দলগুলো নিয়ে করা হয়েছে আরও দুইটি গ্রুপ। এই পর্বের গ্রুপগুলোকে ডাকা হবে গ্রুপ ১ (Group 1) এবং গ্রুপ ২ (Group 2) বলে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং রানার আপ ইংল্যান্ড, এই দুই দলই এবার এক গ্রুপে খেলবে। দল দুইটি খেলবে গ্রুপ ১-এ, তাদের সাথে একই গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ১-এ আরও যোগ দেবে রাউন্ড ১ এর গ্রুপ এ-এর উইনার এবং গ্রুপ বি-এর রানার আপ দল।

র‍্যাংকিং অনুসারে গ্রুপ বি-তে জায়গা লড়াই করবে দুইটি চ্যাম্পিয়ন দল ভারত ও পাকিস্তান, যাদের আবার একাধিক ফাইনাল খেলারও ইতিহাস রয়েছে। ২০০৭ সালে প্রথম বারের মতো আয়োজিত হয় টি২০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার শহর জেহানেসবার্গে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ভারত ও পাকিস্তান একই গ্রুপে খেলবে। তাদের সাথে প্রতিযোগিতা করবে নির্দিষ্ট হয়ে থাকা এমন দুইটি দল হলো নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। গ্রুপ বি-তে রাউন্ড ১ থেকে যোগ দেবে গ্রুপ এ-এর রানার আপ এবং গ্রুপ বি-এর চ্যাম্পিয়ন দল।

সুপার ১২ এর দুই গ্রুপের দল-

গ্রুপ ১গ্রুপ ২
ইংল্যান্ড (England)ভারত (India)
অস্ট্রেলিয়া (Australia)পাকিস্তান (Pakistan)
দক্ষিণ আফ্রিকা (South Afrca)নিউজিল্যান্ড (New Zealand)
ওয়েস্ট ইন্ডিজ (West Indies)আফগানিস্তান (Afghanistan)
উইনার, গ্রুপ এ (Winner, Group A)রানার আপ, গ্রুপ এ (Runner-up, Group A)
রানার আপ, গ্রুপ বি (Runner-up, Group B)উইনার, গ্রুপ বি (Winner, Group B)

২০২১ টি২০ বিশ্বকাপ নিয়ে কে কী বলেছেন?

আইসিসি’র ভারপ্রাপ্ত নির্বাহী জেফ অ্যালারডাইস বলেছেন যে, আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর গ্রুপ ঘোষণা করে তাঁরা আনন্দিত। তিনি আরও বলেছেন, এই ঘোষণার মধ্য দিয়ে এবারের আয়োজন ক্রিকেট ভক্তদের মধ্যে প্রাণের সঞ্চার করেছে যেহতু বৈশ্বিক মহামারীর কারণে আজ সব কিছু স্থবির হয়ে আছে। তিনি আরও বলেছেন, আর কোনো সন্দেহ থাকলো না এই বিশ্বকাপ নিয়ে। জেদ অ্যালারডাইস আকাঙ্ক্ষা প্রকাশ করে আরও বলেছেন, বেশ কিছু প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের সাক্ষী হতে পারবেন মাত্র তিনটি মাস পরেই।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, গ্রুপিং ঘোষণার মধ্য দিয়ে ২০২১ সালের আইসিসি টি২০ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। জয় শাহ এটাও বিশ্বাস করেন যে, গ্রুপের কোনো দলের মধ্যে কোনো পার্থক্য নেই, প্রতিটি দলই একে অপরের জন্য কঠিন। এছাড়াও তিনি স্বীকার করেছেন যে, সংক্ষিপ্ত সংস্করণের এই টি২০ ক্রিকেট বিস্ময়ের জন্য খুবই পরিচিতি; তাই তাঁর দলকে (ভারত) কঠোর প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। কিছু উত্তেজনাকর ও কঠিন প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচের সাক্ষী হতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সেক্রেটারি।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি টি২০ বিশ্বকাপ ২০২১ ওমানে অনুষ্ঠিত হওয়া নিয়ে খুবই খুশী। তিনি মনে করেন, বিশ্ব ক্রিকেটের একটি আয়োজন টি২০ বিশ্বকাপ ওমানে আয়োজন করাটা ভালো কিছু, এতে সেখানে অনেক তরুণ এই খেলার প্রতি আগ্রহী হবে। সৌরভ গাঙ্গুলি টি২০ বিশ্বকাপের এবারের আসর ওয়ার্ল্ড ক্লাস হবে বলে আশা ব্যক্ত করেছেন।

ওমান ক্রিকেটের চেয়ারম্যান পংকজ খিমজি বলেন, ওমান ক্রিকেট অনেক দূর এগিয়েছে এবং আইসিসি এবং বিসিসিআইকে টি২০ পুরুষ বিশ্বকাপের গ্রুপ ঘোষণার জন্য ওমান ক্রিকেট অ্যাকাডেমিতে পাওয়া এক আনন্দঘন মুহুর্ত। তিনি বলেছেন, এই আসরকে শুধু আয়োজন করে দেখানোই নয় বরং বিশ্বের কাছে ওমানকে একটি ক্রিকেটবান্ধব দেশ হিসেবে প্রদর্শন করার সুযোগ।

আমিরাত ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট খালিদ আল জারুনি তাঁর বক্তব্যে খেলাধুলার জন্য এমন একটি বৈরী পরিবেশ ও সময়ের (করোনাভাইর মহামারী) মধ্যে টি২০ পুরুষ বিশ্বকাপের গ্রুপ ঘোষণায় আইসিসি, বিসিসিআই এবং অংশগ্রহণ করতে চলা দলগুলোকে স্বাগত জানিয়েছেন।

কোন কোন স্টেডিয়ামে ট২০ বিশ্বকাপ ২০২১ এর খেলা অনুষ্ঠিত হবে?

আইসিসি জানিয়েছে ২০২১ সালের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চারটি স্টেডিয়ামে। এগুলো হলো যথাক্রমে- দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (Dubai International Stadium), আবু ধাবি শহরের শেখ জায়েদ স্টেডিয়াম (Sheikh Zayed Stadium in Abu Dhabi), শারজাহ স্টেডিয়াম (Sharjah Stadium) এবং ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড (Oman Cricket Academy Ground)।