IPL: নতুন পদ্ধতিতে আইপিএল, থাকছে দুইটি গ্রুপ; দেখে নিন কোন দল কোন গ্রুপে
- প্রকাশ: ০১:১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
আগামী ২৬ মার্চ, ২২ খ্রি. থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৫তম আসর। ভারতের সবচেয়ে সেরা এই আইপিএল-এর ১৫তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে, ২০২২ তারিখ।
২০২২ সাল থেকে আইপিএল অনুষ্ঠিত হবে নতুন নিয়মে। এবারের আসরে লিগ পর্বে দশটি দল মোট ৭০টি ম্যাচে মুখোমুখি হবে।
বলে রাখা ভালো যে, ২০২২ আইপিএলের ম্যাচগুলো হবে মহারাষ্ট্রের মুম্বাই ও পুনে শহরের মোট চারটি স্টেডিয়ামে।
সবারই জানা আছে যে, ২০২১ সাল পর্যন্ত আইপিএলের লিগ পর্বের নিয়ম ছিল, প্রতিটি দল বাকি ফ্রাঞ্জাইজিগুলোর বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে (একটি হোম, অন্যটি অ্যাওয়ে)। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে প্লে-অফ। তবে সেই নিয়ম আর এখন থাকছে না। নিয়মে পরিবর্তন এসেছে আইপিএলের।
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি. এক বিবৃতিতে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে যে, ২০২১ সালের আইপিএল-এ লিগ পর্বে দুটি গ্রুপ থাকবে। গ্রুপের নাম দেওয়া হয়েছে ‘এ’ ও ‘বি’। ‘এ’ তে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জয়ান্ট। গ্রুপ ‘বি’ তে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট লায়ন্স। প্রতিটি দল নিজের গ্রুপের অন্য ফ্রাঞ্জাইজিগুলোর সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। পাশাপাশি অন্য গ্রুপের সমানে থাকা দলটির সঙ্গেও দুটি ম্যাচ খেলবে। আর বাকি যে তিনটি দল থাকবে তাদের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। এভাবে প্রতিটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলবে।
যেমন: গ্রুপ ‘এ’ এর শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা কলকাতা, রাজস্থান, দিল্লি ও লখনউর বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পাশাপাশি ‘বি’ গ্রুপে থাকা তাদের সমান দল চেন্নাইয়ের বিপক্ষেও দুটি ম্যাচ খেলবে। এবং ‘বি’ গ্রুপের বাকি চারটি দল হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
একইভাবে, ‘বি’ গ্রুপের হায়দ্রাবাদের কথা ধরি। তারা চেন্নাই, ব্যাঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পাশাপাশি ‘এ’ গ্রুপে থাকা তাদের সমান দল কলকাতার বিপক্ষেও দুটি ম্যাচ খেলবে। এবং ‘এ’ গ্রুপের বাকি চারটি দল, মুম্বাই, রাজস্থান, দিল্লি ও লখনউর বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
একনজরে Indian Premier League (IPL)-এর দুইটি গ্রুপ
গ্রুপ— এ (Group— A) | গ্রুপ— বি (Group— B) |
মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) | চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) |
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) | সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) |
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (Royal Challengers Bangalore) |
দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) | পাঞ্জাব কিংস (Punjab Kings) |
লখনউ সুপার জয়ান্ট (Lucknow Supergiants) | গুজরাট লায়ন্স (Gujarat Lions) |