আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের সিরিজ জয়
- প্রকাশ: ০১:২৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
- / ৮৩৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানের বিপক্ষে উইকেট নেওয়ার পর সাকিব আল হাসানকে অভিনন্দন জানাচ্ছেন তামিম ইকবাল ও উল্লাস করছে দল
চট্টগ্রামে বেশ দাপটের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখে একদিনের সিরিজ নিজেদের করে নিলো তামিম ইকবালের নেতৃত্বে। শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ সফরকারী আফগানিস্তান ক্রিকেট দলকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।
৩০৭ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এতে ৮৮ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। এরই মাধ্যমে ১০০ পয়েন্ট নিয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। বাংলাদেশই সর্বপ্রথম ১০০ পয়েন্ট অর্জন করে।
বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। এর মধ্যে তাসকিন ১০ ওভার বল করে মাত্র ৩১ রান খরচায় উইকেটগুলো নেন। আর সাকিব খরচ করেছেন ৩৮ রান। এছাড়া মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন নিয়েছেন একটি করে উইকেট। অন্য উইকেটটি রানআউট।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন নাজিবউল্লাহ জাদরান। এছাড়া রহমত শাহ ৫২, মোহাম্মদ নবি ৩২, রশিদ খান ২৯ রান করেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।