ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা ঋণ গ্রহণের উপায়, সুবিধা, চার্জ ও বৈশিষ্ট্য
- প্রকাশ: ০৭:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২
- / ৩৪৯০ বার পড়া হয়েছে
‘তারা’ হলো অগ্রগামী নারী উদ্যোক্তাদের জন্য একটি ৩৬০ ডিগ্রি ব্যাংকিং সেবা যা কতিপয় ঋণসেবার সমন্বয়ে প্রস্তাবিত একটি ব্যানিজ্যিক সমাধান যা বিভিন্ন শ্রেণি যেমন— ব্যবসা সম্প্রসারণ, স্থায়ী সম্পদ ক্রয়, কার্যকরী পুঁজি, বাণিজ্যিক যানবাহন ক্রয়, আমদানি ও রপ্তানি অর্থায়ন সহ নারীদের জীবনধারার প্রয়োজনীয়তাগুলি পূরণ করে।
ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা ঋণ ‘তারা’ সেবার সুবিধা ও বৈশিষ্ট্য
- ৩ লক্ষ টাকা হতে শুরু করে আপনার ব্যবসায়িক চাহিদার উপর নির্ভর করে যে কোন পরিমাণের অর্থ ঋণ সুবিধা।
- সুদের হার ৭% (৫০ লক্ষ টাকা পর্যন্ত)
- কোন প্রসেসিং ফি নেই ।
- সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত জামানত বিহীন অসুরক্ষিত ঋণ সুবিধা
- ব্যাক্তিগত পর্যায়ে গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশ ব্যাপী ব্যাংকের শাখা সমূহে নিয়োজিত তাঁরা এসএমই ডেস্ক
- বিভিন্ন লাইফ-স্টাইল, রেস্টুরেন্ট এবং স্বাস্থ্য সেবার পার্টনারদের বিশেষ মূল্য হ্রাস অফার
- তাঁরা গ্রাহকদের জন্য বিশেষভাবে সাজানো নেটওয়ার্কিং এবং ক্ষমতা উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান সমূহ
- ১,০০০ টাকা দিয়ে একাউন্ট খোলার সুযোগ
- ইন্টারেস্ট প্রদানকারী কারেন্ট একাউন্ট
- POS মেশিনের ‘মার্চেন্ট সার্ভিস রেট (Merchant Service Rate)’-এর উপর বিশেষ ছাড়
- ইন্টারসিটি চার্জ নেই
- ডেবিট কার্ড ইস্যুয়েন্স চার্জ নেই
- কার্ড দিয়ে প্রথম ক্রয়ের উপর ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
- মূল্যে হেলথ ইন্সুরেন্স সুবিধা উপভোগ করার সুযোগ
- কার্ড এর সাথে থাকছে লাইফস্টাইল ব্র্যান্ডস-এর ওয়েলকাম ভাউচার
- লিগাল ডকুমেন্ট প্রস্তুতি এবং নবায়ন এর ক্ষেত্রে সহায়তা
- ট্রেনিং এ অংসগ্রহণের সুযোগ
- ইভেন্ট এর মাদ্ধমে নিজের ব্যবসা এবং পণ্য প্রচার করার সুযোগ
ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা ঋণ ‘তারা’র জন্য কারা উপযুক্ত?
ব্র্যাক ব্যাংক থেকে এসএমই ঋণ অর্জনের জন্য নারীদের মাত্র দুইটি দিক থেকে উপযুক্ত হলে তারা ঋণ পাবেন। নিচে এগুলো উল্লখ করা হলো:
- যেসব নারীর বৈধ এবং হাল নাগাদ করা ট্রেড লাইসেন্স আছে এবং ওই ব্যবসায় কমপক্ষে ১ বছর বা তারচেয়ে বেশি সময় ধরে পরিচালনা করা হচ্ছে;
- যেসব নারী তাঁদের ব্যবসায়ে পর্যাপ্ত নগদ প্রবাহ এবং মুনাফা উৎপাদন করতে পারেন যার মাধ্যমে সময়মতো ঋণ পরিশোধ করার নিশ্চয়তা দিতে পারবেন।
- প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককভাবে আবেদনকারীকে ৫১% অংশের মালিকানা থাকতে হবে।
হিসাব বিবরণী
মেইনটেনেন্স ফী (অর্ধ বার্ষিক): ৩০০ টাকা (+ভ্যাট)
প্রথম চেক বই: ২৫০ টাকা (+ভ্যাট)
দ্বিতীয় চেক বই:
- ২৫ পাতার চেক বই ফ্রি যদি আগের মাসের গড় ব্যালেন্স ৫০,০০০ টাকা বা তার বেশি হয়। গড় ব্যালেন্স বজায় রাখার জন্য এক মাসে কেবল একটি ফ্রি চেক বই দেয়া হবে। গড় ব্যালেন্স থাকলেও ৫০ এবং ১০০ পাতার চেক বই এর উপর চার্জ প্রযোজ্য হবে
- মাসে ৫০,০০০ টাকা গড় ব্যালেন্স বজায় না রাখলে চেক বই এর প্রতি পাতার জন্য ১০ টাকা (+ভ্যাট) করে চার্জ হবে মানে ২৫ পাতার জন্য ২৫০ টাকা (+ভ্যাট), ৫০ পাতার জন্য ৫০০ টাকা (+ভ্যাট) এবং ১০০ পাতার জন্য ১,০০০ টাকা (+ভ্যাট) প্রযোজ্য হবে
এমএস ব্যাংকিং: ৩০০ টাকা (+ভ্যাট)
আন্তঃ / অন্তঃ শহরীয় অনলাইন ব্যাংকিং ফি (টাকা জমা): ফ্রি
আন্তঃ / অন্তঃ শহরীয় অনলাইন ব্যাংকিং ফি (টাকা উত্তোলন): ফ্রি
ডেবিট কার্ড (বার্ষিক): ডেবিট কার্ড ইসু করতে কোনো টাকা লাগবে না। দ্বিতীয় বছর থেকে ৫০০ টাকা (+ভ্যাট) বার্ষিক ফী প্রযোজ্য হবে
ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ: ৫০০ টাকা (+ভ্যাট)। অন্য কোনো ব্র্যাক ব্যাংক ডেবিট কার্ড রিপ্লেস করে তারা বিসনেস ডেবিট কার্ড নিলে কোনো রিপ্লেসমেন্ট চার্জ প্রযোজ্য হবে না
বিস্তারিত জানতে ১৬২২১ নম্বরে ব্র্যাক ব্যাংকের ২৪ ঘন্টা কল সেন্টার সেবায় যোগাযোগ করুন অথবা ব্র্যাক ব্যাংকের ই-মেইল করুন – [email protected] ঠিকানায়।