আলবার্টার সেন্ট্রাল সিটি রেড ডিয়ারে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির সংস্কৃতিতে বাঙালিদের পদচারণা
- প্রকাশ: ১২:১৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ৭৫৮ বার পড়া হয়েছে
আলবার্টার সেন্ট্রাল সিটি রেড ডিয়ারের অধিবাসী সকলেই যেন শরতের ঝিলিক অনুভব করতে শুরু করেছে । অক্টোবর এখনও ক্যালেন্ডারে পা দেয়নি যদিও কিন্তু সোয়েটারের মওসুম এসে গেছে মনে হয়েছে তাই এর সাথে আসা সব বিস্ময়কর জিনিস ও রয়েছে… যেমন পাতার পতন, আমরা এখানে পক্ষপাতদুষ্ট হতে পারি, যে ঝরা পাতাগুলি দেখতে দেশের সেরা জায়গাগুলির মধ্যে একটি হল ওয়াইল্ড রোজ কান্ট্রি – তবে চোখ বুলিয়ে নিন যেন আপনি এটি মিস না করেন । আলবার্টার জাতীয় উদ্যানগুলিতে এ পতনের রঙগুলি দেখতে এডমন্টন থেকে শিশু -কিশোরদের নিয়ে ডিসকভারি ক্যানিয়ন পার্কে ছুটে এসেছিলেন বাঙালি ঐতিয্য ধারণ করা বাংলাদেশী কটি পরিবার।
ডিসকভারি ক্যানিয়ন, যেখানে প্রাকৃতিক নদী-পুষ্ট জলের বুদবুদ, ভাসমান টিউব, প্রবাহিত নদী, একটি ওয়েডিং পুল, প্রবেশযোগ্য সৈকত এবং বোর্ডওয়াক, পিকনিক টেবিল, ঝরনা, প্রকৃতির থিমযুক্ত গলফ খেলার মাঠ রয়েছে। কানাডার আলবার্টায় শরৎকে পাতা উঁকি দেওয়ার ঋতু বলা হয়। শরতের ঋতুতে, কানাডা হল বিশ্বের অন্যতম সেরা জায়গা যা দেখার জন্য, এবং শরতের রঙ, জ্বলন্ত লাল, কমলা এবং হলুদে পরিণত হওয়ার পর্যায়গুলো উপলব্ধি করার জন্য।। কানাডার আবেদনের অংশ হল এর চারটি ঋতু: শীত, বসন্ত, গ্রীষ্ম এবং শরৎ।
রেড ডিয়ার নিবাসী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট কম্যান্ড নির্বাহী, সিনিয়র রিসার্চ ফ্যাকাল্টি মেম্বার, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা, (সেন্ট পলস কলেজ) বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ বাঙালি ঐতিয্য ধারণকরি আগতদের স্বাগত জানান।
অংশ নেয়া পরিবারগুলোর মধ্যে অন্যতম ছিলেন আহসান উল্লাহ, সোনিয়া ইসলাম, মির্জা বাসির, নাসিমা মির্জা, সাদেক হুদা, তাহমিনা কালাম, সাইফ খালেদ, ইশরাত জাহান, ফারজানা ইসলাম, রাশেদ চৌধুরী (রাজীব) ও রিয়া কারিন। দুপুরে তাদের ঐতির্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয় ও সন্ধ্যায় তাদের সকলকে আপ্যায়িত করেন মিসেস লুৎফুন্নেসা।
কানাডায় শরৎকাল বছরের একটি চমৎকার সময়। মধ্য এবং পূর্ব কানাডায়, সেপ্টেম্বরের শীতল তাপমাত্রা আগস্টের তাপ এবং আর্দ্রতা থেকে স্বস্তি দেয় এবং গাছের পাতাগুলি কমলা, লাল এবং হলুদের অত্যাশ্চর্য ছায়ায় রূপান্তর হতে শুরু করে। তখন অনেক লোক কানাডায় এ দর্শনীয় পাতাগুলি পতনের দৃশ্য অনুভব করতে আলবার্টায় ভ্রমণ করেন ।
দ্য সিটি অব রেড ডিয়ার একটি প্রাণবন্ত, স্বাস্থ্যকর এবং বৈচিত্র্যময় শহর যা স্বাগত জানায় অন্তর্ভুক্তিমূলক সকল সম্প্রদায়কে, সমর্থন করে প্রত্যেকের নিরাপদ বোধকে । লাল হরিণের শহরটিতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির সংস্কৃতির মাঝে কটি বাঙালি পরিবার এবং তাদের শিশু-কিশোরেরা ঝরা পাতার মর্মর ধ্বনিতে মেতে উঠে ছিল।