১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
                       

মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র বাহিনীগুলোর পরিচয়

মিয়ানমারের ইতিহাসে ১৩৫ টিরও বেশি সশস্ত্র সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল; যারা প্রত্যেকে চেষ্টা করেছিল তাদের নিজস্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধরে রাখার।
সাখাওয়াতুল আলম চৌধুরী
  • প্রকাশ: ০৭:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • / ৭৪৬ বার পড়া হয়েছে


Google News
বিশ্লেষণ-এর সর্বশেষ নিবন্ধ পড়তে গুগল নিউজে যোগ দিন

বিশেষ শর্তসাপেক্ষে এবং স্বল্পমূল্যে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

মিয়ানমারের স্বাধীনতার পর থেকে সেখানে স্থানীয় সশস্ত্র বাহিনীর অস্তিত্ব সবসময়ই দেশটির সরকারের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এইসব স্থানীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ স্ব-চালিত এবং স্ব-পরিচালিত। তারা মিয়ানমার ইউনিয়নের অন্তর্গত হলেও  বাস্তবে তারা এক একটি আধা-স্বাধীন রাষ্ট্রে নিজেদের চিহ্নিত করে। অর্থাৎ মিয়ানমার প্রকৃত অর্থে বার্মিজ দেশ হিসাবে পরিচিত হলেও, এখানে রয়েছে অসংখ্য নানান জাতিগোষ্ঠীর বসবাস। যাদের নিজেদের  মধ্যে ভাষা সংস্কৃতি কিংবা ধর্ম, কোনো কিছুরই মিল নেই। তাই তারা মিয়ানমার সৃষ্টির শুরু থেকেই নিজেদের মূল মিয়ানমার থেকে আলাদা বিবেচনা করে। তাই এইসব  বিচ্ছিন্নতাবাদী বলে পরিচিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমার কেন্দ্রীয় সরকারকে সবসময়ই অস্বস্তিতে ফেলে এবং তা থেকে এখন পর্যন্ত মিয়ানমার মুক্তি পায়নি। 

এর কারণ ইতিহাসে মিয়ানমার কখনোই একটি ঐক্যবদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত ছিলো না। মিয়ানমারের ধারাবাহিক রাজবংশের শাসন ছিলো ব্রিটিশ শাসনামলের আগে থেকেই। তাই এইসব রাজবংশের দ্বারা প্রত্যন্ত অঞ্চলের নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব ছিল না।  বিশেষকরে উত্তর মিয়ানমারের শান স্টেট এবং কারেনি স্টেট ব্রিটিশ ঔপনিবেশিক যুগ পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে মিয়ানমার ইউনিয়নে যোগ দেয়নি।

তদুপরি, এই স্বাধীন রাষ্ট্রগুলি অভ্যন্তরীণভাবে সম্পূর্ণরূপে একীভূত নয়, তবে তাদের অসংখ্য বিচ্ছিন্নতাবাদী বাহিনী রয়েছে। আর এরা সকলেই তাদের নিজস্ব সশস্ত্র বাহিনী বজায় রাখে। মিয়ানমার স্বাধীনতা লাভের পর, ঐক্য বজায় রাখার জন্য, জেনারেল অং সান, যিনি “ফাদার অভ ইউনিয়ন অভ মিয়ানমার” নামে পরিচিত। তিনি ব্যক্তিগতভাবে উত্তর মিয়ানমারে আসেন এবং স্থানীয় সশস্ত্র দলগুলির সাথে একটি চুক্তিতে পৌঁছেন। যেখানে উল্লেখ ছিল, তারা তাদের নিজেদের আত্মরক্ষার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী রাখতে পারবে। 

অং সানের উদ্দেশ্য ছিল সবাইকে ঐকবদ্ধ রাখা। কিন্তু বাস্তবে তার এই কাজ একটি অসহায় পদক্ষেপ হিসাবেই ইতিহাসে থেকে গেল। তিনি শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে সমগ্র মিয়ানমারকে সংযুক্ত করেছিলেন। কিন্তু সমগ্র দেশের প্রত্যেক রাজ্যে তার কতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারেননি। কেননা প্রত্যেক রাজ্য তাদের স্থানীয় সশস্ত্র বাহিনী আইনিভাবে আলাদা করে রাখার অধিকার পেয়েছিল। তারপর থেকেই মিয়ানমারে স্থানীয় সশস্ত্র বাহিনী সবসময়ই বিদ্যমান ছিল এবং এখন তারা এমন এক একটি বাহিনীতে পরিণত হয়েছে যাদের সহজে হারানো যায় না।

মিয়ানমারের ইতিহাসে ১৩৫ টিরও বেশি সশস্ত্র সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল; যারা প্রত্যেকে চেষ্টা করেছিল তাদের নিজস্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধরে রাখার। তবে তারা কখনোই কেন্দ্রীয় সরকারের সাথে পেরে ওঠেনি বা তাদেরকে কেউ ঘাটায়নি। তবে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের দমন পীড়নে অনেক সংগঠন বিলুপ্ত হয়ে গেছে। তারপরও বর্তমানে প্রায় ২০টি স্থানীয় সশস্ত্র বাহিনী রয়েছে, যার মধ্যে প্রায় ৮-১০টি শক্তিশালী সংগঠন। নিম্নে তাদের পরিচয় দেওয়া হলো।

কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি

কারেন সশস্ত্র বাহিনী, কারেন ন্যাশনাল ইউনিয়নের সাথে অধিভুক্ত, ১৯৪৮ সালের পর তারা অস্ত্র হাতে নেয়। এটি কারেন রাজ্য এবং ইরাবদি ডেল্টা নিয়ন্ত্রণ করে। এই বাহিনী একসময় ৬০,০০০ জনে উন্নীত হয়, কিন্তু বার্মিজ সেনাবাহিনী বিভক্ত হওয়ার পর, কারেন বৌদ্ধ সেনা আত্মসমর্পণ করে। বর্তমানে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মিতে এখন ১০,০০০ জনেরও কম লোক অবশিষ্ট রয়েছে। এটি একবার ইয়াঙ্গুনকে ঘিরে একটি আন্দোলন করেছিল।  যা মিয়ানমার সরকারকে সঙ্কটের মধ্যে নিমজ্জিত করেছিল। কিন্তু এখন এটি তার গৌরব হারিয়ে ফেলেছে। 

দে’আং ন্যাশনাল লিবারেশন আর্মি 

এই বাহিনী ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত, এটি মূলত দে’আং জাতিগত গোষ্ঠীর অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য ছিল। দে’আং জাতিগোষ্ঠী, পূর্বে বেঙ্গলং উপজাতি হিসাবে পরিচিত ছিল। মিয়ানমারে এই গোষ্ঠীর প্রায় ৬০০,০০০ লোক রয়েছে। মিয়ানমারের নানসানে সদর দফতর রয়েছে। এটি আগে বলং তুসি নামে পরিচিত ছিল এবং এখন ১,০০০ জনেরও বেশি সশস্ত্র লোক রয়েছে।

শান রাজ্য সেনাবাহিনী দক্ষিণ 

ইস্টার্ন শান স্টেট অ্যালাইড ফোর্স, মিয়ানমারের শান রাজ্যের চতুর্থ বিশেষ প্রশাসনিক অঞ্চলের সশস্ত্র বাহিনী, যাকে মোংলা আর্মি বলা হয়। নিয়ন্ত্রিত এলাকাটি মিয়ানমারের শান রাজ্যের পূর্ব সীমান্ত এলাকা, সংলগ্ন। পূর্বে লাওস এবং পশ্চিমে শান রাজ্যের দ্বিতীয় বিশেষ প্রশাসনিক অঞ্চল (ওয়া স্টেট), এটিতে প্রায় ৩,৬০০ নিয়মিত সৈন্য এবং প্রায় ২,০০০ মিলিশিয়ান রয়েছে। এর সদর দপ্তর হলো মংলা শহর।

শান সশস্ত্র বাহিনী একসময় গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চলের বৃহত্তম সশস্ত্র বাহিনী ছিল। তবে, খুন সাতে মাদক পাচারের কারণে তারা আন্তর্জাতিক নিয়ন্ত্রণের সম্মুখীন হয়েছিল। পরে, খুন সা মঙ্গোলিয়ান-থাই সেনাবাহিনী এবং শান প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। পরে এটি পরাজিত হয়েছিল ইউনাইটেড ওয়া আর্মি এবং মিয়ানমার সরকারী সেনাবাহিনী। পরবর্তীতে, শান দ্য শান স্টেট আর্মি এবং সাউদার্ন শান স্টেট আর্মি একীভূত হয় এবং এখন দাবি সম্পূর্ণ স্বায়ত্তশাসনের।

সাউদার্ন শান স্টেট আর্মি

এরা দক্ষিণ শান রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এবং প্রধানত দক্ষিণ শান রাজ্যের মিয়ানমার-থাইল্যান্ড সীমান্ত এলাকায় অবস্থান করে। মেংগাইতে এদের সদর দপ্তর অবস্থিত।

নর্দার্ন শান স্টেট আর্মি 

এরা শান স্টেটের তৃতীয় বিশেষ জোনের সশস্ত্র বাহিনী। এটি মূলত দক্ষিণ শান স্টেট আর্মির অংশ ছিল এবং সেই সময়ে মিয়ানমারের বৃহত্তম স্থানীয় সশস্ত্র বাহিনী ছিল। পরে এটিকে বিভক্ত করা হয় দুটি শাখা, উত্তর এবং দক্ষিণ। উত্তর শান রাজ্য সেনাবাহিনীর প্রায় ৫,০০০ সৈন্য রয়েছে এবং এর সদর দফতর শান রাজ্যের ওয়ানহাই টাউনশিপে অবস্থিত।

কোকাং মিত্র বাহিনী 

এটি হান সশস্ত্র বাহিনীর অন্তর্গত এবং ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বর্তমানে উত্তর মিয়ানমারের কোকাং কাউন্টিতে অবস্থিত। এটি মিং রাজবংশের সম্রাট ইয়ংলির সময়কাল থেকে চিহ্নিত হয়েছে।  সম্রাট ইয়ংলির মৃত্যুর পর এরা উত্তর মিয়ানমারে অবস্থান করেন এবং পরে ধীরে ধীরে এটি গঠিত হয়।  যা প্রধানদের দ্বারা পরিচালিত হয় এবং কিং রাজবংশের শেষ দিকে ব্রিটিশরা তাদের বাধ্য করেছিল  বার্মায় যোগদানের জন্য। তবে ২০০৯ সালে বিভক্ত হওয়ার পর, কোকাং তার আধিপত্য হারিয়ে ফেলে। এদের প্রধান দাবি হলো কোকাং স্বাধীন হোক এবং বার্মিজদের হস্তক্ষেপ তারা মানবে না।  এটি উত্তর-পূর্ব শান রাজ্যের কোকাং এলাকা নিয়ন্ত্রণ করে এবং এর মোট শক্তি প্রায় ৮,০০০ জন। 

কাচিন স্বাধীনতা বাহিনী 

কাচিন জাতিগত গোষ্ঠীর সশস্ত্র বাহিনী প্রথম ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কাচিন জাতিগোষ্ঠীর একটি সশস্ত্র বাহিনী। এর প্রকৃত নিয়ন্ত্রণ এলাকা কাচিন রাজ্যের উত্তর অংশ।বর্তমানে, ৩০,০০০ জনেরও বেশি প্রশিক্ষিত  লোক রয়েছে।  তাদের শক্তি ইউনাইটেড ওয়া আর্মির মতো ভালো নয়। তারা এখনও সম্প্রতি বার্মিজ সেনাবাহিনীর সাথে প্রচণ্ড লড়াই করছে এবং তাদের প্রধান দাবি বার্মা ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়া।

ইউনাইটেড ওয়া স্টেট আর্মি 

এটি ওয়া জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনীর অন্তর্গত, চীনা ভাষায় কথা বলে এবং আরএমবি প্রচার করে। ভাষাটি মূলত ইউনান ম্যান্ডারিন এবং ওয়া ভাষাটি মূলত ওয়া জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত। যা শান রাজ্যের দ্বিতীয় বিশেষ অঞ্চলে অবস্থিত। এর নিয়ন্ত্রণ এলাকাটি উত্তর এবং দক্ষিণ অংশে বিভক্ত, যার মোট আয়তন প্রায় ৩৭,০০০ বর্গ কিলোমিটার। এতে প্রায় ৪০,০০০ নিয়মিত সৈন্য রয়েছে। এটি  ৫ ডিভিশন-স্তরের বিভক্ত এবং প্রায় ৬০,০০০ মিলিশিয়াম্যান রয়েছে। এটি মিয়ানমারের বৃহত্তম স্থানীয় সশস্ত্র বাহিনী। 

এছাড়াও, ইউনাইটেড ওয়া আর্মির নিজস্ব অস্ত্রাগারও রয়েছে। এই সশস্ত্র বাহিনীটি কেবল মিয়ানমারের বৃহত্তম স্থানীয় সশস্ত্র বাহিনীই নয়, এটি মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী স্থানীয় সশস্ত্র বাহিনীও বটে। এমনকি এটি স্থানীয় সশস্ত্র বাহিনীর মধ্যে সেরা। বিশ্ব এই কারণেই মিয়ানমারের সরকারী বাহিনী, কাচিন আর্মি, কোকাং আর্মি এবং অন্যান্য স্থানীয় সশস্ত্র বাহিনীকে আক্রমণ করার সাহস করলেও, ইউনাইটেড ওয়া আর্মির নিয়ে খুব কমই মাথা ঘামায়। 

যে কারণে এটি এখন মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী জাতিগত সশস্ত্র বাহিনী। বর্তমান নেতা হলেন বাও ইউশিয়াং, যিনি সরকারের সাথে আলোচনায় অগ্রণী ভূমিকা পালন করেন। তার প্রধান দাবি একটি ওয়া রাষ্ট্র প্রতিষ্ঠা।

মোন স্টেট ন্যাশনাল লিবারেশন আর্মি

মোন সশস্ত্র বাহিনী, যাদের পূর্বসূরিরা ১৯৪৮ সালের পরে আবির্ভূত হয়েছিল, ১৯৭৪ সালে অভ্যন্তরীণভাবে বিভক্ত হয়েছিল। যাইহোক, বিভক্ত নিউ মন স্টেট পার্টি ১৯৯৬ সালে পুনরায় একত্রিত হয়েছিল এবং এর শক্তি বৃদ্ধি পেয়েছে, তবে এটি আর বার্মিজ জনগণের জন্য হুমকি হতে পারে না।

আরাকান আর্মি
আরাকান আর্মি

আরাকান আর্মি

আরাকান আর্মি হলো একটি আরাকান (রাখাইন) সশস্ত্র সংগঠন যা ১০ এপ্রিল, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রাখাইন ন্যাশনাল লিগের সশস্ত্র সংগঠন এবং জেনারেল তুন মায়াত নাইং এর নেতৃত্বে রয়েছেন । আরাকান সেনাবাহিনীর প্রধান চার নেতা হলেন জেনারেল তুন মায়াত নাইং, ব্রিগেডিয়ার জেনারেল ড. নিও তুন অং, কর্নেল কিয়াও হান এবং রাখাইন সেনাবাহিনীর তথ্য কর্মকর্তা খাইং থুখা। ১৯৯৭ সালে রাখাইন বিশ্ববিদ্যালয়ের তরুণ ও মধ্যবয়সী ছাত্রদের সম্মিলিত আন্দোলন হিসেবে রাখাইন আর্মি গঠন শুরু হয়। 

২০০৬ সালে, জেনারেল তুন মায়াট নাইং এবং কেআইএ জেনারেল গোয়াং মাও লাইজাতে মিলিত হন এবং ২০০৯ সালে, কেআইএ রাখাইন যুবকদের সামরিক প্রশিক্ষণ দেয়। রাখাইন আর্মি ২০০৯ সালে লাইজাতে ২৬ জন রাখাইন যুবক দ্বারা গঠিত হয়েছিল, যেখানে কাচিন রাজ্য KIO/KIA সদর দপ্তর অবস্থিত। 

অল বার্মা স্টুডেন্টস ডেমোক্রেটিক ফ্রন্ট 

এটি মিয়ানমারের সীমান্তে অবস্থিত সবচেয়ে শক্তিশালী যুব গোষ্ঠী। ছাত্র সংগঠন। ১ নভেম্বর, ১৯৮৮ এ প্রতিষ্ঠিত। এটি একটি বিরোধী সংগঠন যা জাতিগত সশস্ত্র সংগঠনগুলির সাথে মিয়ানমারের গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই করছে। এটি বার্মিজ জান্তার বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন এবং সশস্ত্র সংগ্রামের জন্য ১৯৮৮ সাল থেকে স্টুডেন্ট আর্মি গঠিত হয়েছে।

চিন ন্যাশনাল আর্মি

এটি মিয়ানমারের একটি চিন জাতিগত সশস্ত্র সংগঠন । চিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র বাহিনী ২০ মার্চ, ১৯৮৮ সালে গঠিত হয়েছিল। চিন ন্যাশনাল আর্মি মিয়ানমার সরকারের সাথে ৬ জানুয়ারী, ২০১২-এ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে । চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) হলো মিয়ানমারের একটি চিন জাতিগত সশস্ত্র সংগঠন । এটি চিন ন্যাশনাল লীগের সশস্ত্র বাহিনী এবং ১৩ এপ্রিল, ২০২১ সালে চিন ন্যাশনাল লীগের সাথে গঠিত হয়েছিল। 

জোমি রেভল্যুশনারি আর্মি

জোমি রেভল্যুশনারি আর্মি (সংক্ষেপে জেআরএ নামে পরিচিত) হলো ১৯৯৭ সালে গঠিত একটি জোমি জাতীয় বিপ্লবী সেনাবাহিনী। ভারতে এটি মণিপুরের চুরাচাম্প জেলার কুকি জনগণ এবং পাইত্তে জনগণের মধ্যে উত্তেজনা থেকে উদ্ভূত হয়েছিল। জোমি রেভল্যুশনারি আর্মি, এপ্রিল ১৯৯৩ সালে গঠিত হয়েছিল। ZRA এর উদ্দেশ্য হলো Zo জনগণের স্বার্থ রক্ষা করা এবং Zo জনগণকে একটি রাষ্ট্রের (Zogam) অধীনে একত্রিত করা। ভারতের জোগাম (মণিপুর রাজ্য এবং মিজোরাম রাজ্য); এটি এমন একটি অঞ্চল যেখানে মিয়ানমার ( চিন রাজ্য) এবং বাংলাদেশের (চট্টগ্রাম পার্বত্য দেশ) সীমান্ত রয়েছে।

তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি  

Ta’ang National Liberation Army; সংক্ষেপে TNLA) হলো পালাং স্টেট লিবারেশন ফ্রন্ট (PSLF) এর সশস্ত্র সংগঠন। TNLA হলো বার্মিজ সরকারের বিরোধিতাকারী একটি সংগঠন এবং প্রায়ই বার্মিজ সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। টিএনএলএ পূর্বে কাচিন লিবারেশন আর্মি এবং শান স্টেট আর্মি-উত্তরের সাথে জোট করে, যে কোনো উদীয়মান বৈধ সরকারের বিরোধিতা করছে। 

পা-ও ন্যাশনাল লিবারেশন আর্মি 

পা – ও ন্যাশনাল লিবারেশন আর্মি, সংক্ষেপে পিএনএলএ।  মিয়ানমারের পাও জনগণের একটি সশস্ত্র সংগঠন এবং পাও ন্যাশনাল লিবারেশন লীগের সশস্ত্র বাহিনী। PNLA, অন্যান্য পাও সশস্ত্র গোষ্ঠীর মতো, শান রাজ্যের হো পাওন টাউনশিপে অবস্থিত। পাও স্বায়ত্তশাসিত অঞ্চল পরিচালনা করে, যার মধ্যে রয়েছে সিসাই টাউনশিপ এবং পিন লাউং টাউনশিপ।

রাখাইন স্টেট লিবারেশন আর্মি 

রাখাইন স্টেট লিবারেশন আর্মি সংঘটনটি কারেন ন্যাশনাল ইউনিয়ন (KNU) এর সহায়তায় ২০ নভেম্বর, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২৬ নভেম্বর, ১৯৬৮-এ, ALP-এর কেন্দ্রীয় কমিটির সদস্য খাইং ইয়ে খাইং এবং অন্য ৯ জনকে সিত্তওয়েতে গ্রেপ্তার করা হয়। ১৯৬৮ সালের ডিসেম্বরে, ALA এবং ALP ভেঙে যায় কারণ আরো বেশ কিছু ALP নেতাকে গ্রেপ্তার করা হয়।

১৯৮০ সালে, ALA বন্দীদের সাধারণ ক্ষমাতে মুক্তি দেওয়া হয়েছিল। ১৯৮১ সালে, ALA পুনর্গঠিত হয়েছিল এমনকি KNU এর সহায়তায়। পুনর্গঠিত ALA এর নেতৃত্বে খাইং ইয়ে খাইং। বর্তমানে, ALA মূলত জাতীয়তাবাদের পক্ষে প্রচারণা চালাচ্ছে এই বলে যে, রাখাইন রাজ্যের রোহিঙ্গারা রাখাইন বাসিন্দা নয়, বরং বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।

শেষকথা

মিয়ানমার এমন একটি রাষ্ট্র, যেখানে বার্মিজরা সংখ্যাগরিষ্ঠ হলেও অসংখ্য ক্ষুদ্র এবং বৃহৎ নানান জাতিগোষ্ঠী রয়েছে। এরা পুরো মিয়ানমার জুড়ে বিভিন্ন রাজ্যে বিভক্ত। মিয়ানমারে এমন এমন রাজ্য রয়েছে যেখানে কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতা নেই। তাই বিভিন্ন কারণে এইসব সংখ্যালঘু সম্প্রদায় এবং জাতিগোষ্ঠী গুলো সশস্ত্র  আন্দোলনে নামে। আমরা এইসব সশস্ত্র সংগঠন গুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু সংগঠনের বর্ণনা দিয়ে গেলাম। 

বিষয়:

শেয়ার করুন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

সাখাওয়াতুল আলম চৌধুরী

সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলেন। প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলাম লিখেছেন। প্রবাসের সেই চাকচিক্যের মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসার টানে দেশে এখন স্থায়ী বসবাস। বর্তমানে বেসরকারি চাকুরিজীবী। তাঁর ভালোলাগে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে।

বিশেষ শর্তসাপেক্ষে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

মিয়ানমারের ইতিহাসে ১৩৫ টিরও বেশি সশস্ত্র সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল; যারা প্রত্যেকে চেষ্টা করেছিল তাদের নিজস্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধরে রাখার।

মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র বাহিনীগুলোর পরিচয়

প্রকাশ: ০৭:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমারের স্বাধীনতার পর থেকে সেখানে স্থানীয় সশস্ত্র বাহিনীর অস্তিত্ব সবসময়ই দেশটির সরকারের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এইসব স্থানীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ স্ব-চালিত এবং স্ব-পরিচালিত। তারা মিয়ানমার ইউনিয়নের অন্তর্গত হলেও  বাস্তবে তারা এক একটি আধা-স্বাধীন রাষ্ট্রে নিজেদের চিহ্নিত করে। অর্থাৎ মিয়ানমার প্রকৃত অর্থে বার্মিজ দেশ হিসাবে পরিচিত হলেও, এখানে রয়েছে অসংখ্য নানান জাতিগোষ্ঠীর বসবাস। যাদের নিজেদের  মধ্যে ভাষা সংস্কৃতি কিংবা ধর্ম, কোনো কিছুরই মিল নেই। তাই তারা মিয়ানমার সৃষ্টির শুরু থেকেই নিজেদের মূল মিয়ানমার থেকে আলাদা বিবেচনা করে। তাই এইসব  বিচ্ছিন্নতাবাদী বলে পরিচিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমার কেন্দ্রীয় সরকারকে সবসময়ই অস্বস্তিতে ফেলে এবং তা থেকে এখন পর্যন্ত মিয়ানমার মুক্তি পায়নি। 

এর কারণ ইতিহাসে মিয়ানমার কখনোই একটি ঐক্যবদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত ছিলো না। মিয়ানমারের ধারাবাহিক রাজবংশের শাসন ছিলো ব্রিটিশ শাসনামলের আগে থেকেই। তাই এইসব রাজবংশের দ্বারা প্রত্যন্ত অঞ্চলের নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব ছিল না।  বিশেষকরে উত্তর মিয়ানমারের শান স্টেট এবং কারেনি স্টেট ব্রিটিশ ঔপনিবেশিক যুগ পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে মিয়ানমার ইউনিয়নে যোগ দেয়নি।

তদুপরি, এই স্বাধীন রাষ্ট্রগুলি অভ্যন্তরীণভাবে সম্পূর্ণরূপে একীভূত নয়, তবে তাদের অসংখ্য বিচ্ছিন্নতাবাদী বাহিনী রয়েছে। আর এরা সকলেই তাদের নিজস্ব সশস্ত্র বাহিনী বজায় রাখে। মিয়ানমার স্বাধীনতা লাভের পর, ঐক্য বজায় রাখার জন্য, জেনারেল অং সান, যিনি “ফাদার অভ ইউনিয়ন অভ মিয়ানমার” নামে পরিচিত। তিনি ব্যক্তিগতভাবে উত্তর মিয়ানমারে আসেন এবং স্থানীয় সশস্ত্র দলগুলির সাথে একটি চুক্তিতে পৌঁছেন। যেখানে উল্লেখ ছিল, তারা তাদের নিজেদের আত্মরক্ষার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী রাখতে পারবে। 

অং সানের উদ্দেশ্য ছিল সবাইকে ঐকবদ্ধ রাখা। কিন্তু বাস্তবে তার এই কাজ একটি অসহায় পদক্ষেপ হিসাবেই ইতিহাসে থেকে গেল। তিনি শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে সমগ্র মিয়ানমারকে সংযুক্ত করেছিলেন। কিন্তু সমগ্র দেশের প্রত্যেক রাজ্যে তার কতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারেননি। কেননা প্রত্যেক রাজ্য তাদের স্থানীয় সশস্ত্র বাহিনী আইনিভাবে আলাদা করে রাখার অধিকার পেয়েছিল। তারপর থেকেই মিয়ানমারে স্থানীয় সশস্ত্র বাহিনী সবসময়ই বিদ্যমান ছিল এবং এখন তারা এমন এক একটি বাহিনীতে পরিণত হয়েছে যাদের সহজে হারানো যায় না।

মিয়ানমারের ইতিহাসে ১৩৫ টিরও বেশি সশস্ত্র সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল; যারা প্রত্যেকে চেষ্টা করেছিল তাদের নিজস্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধরে রাখার। তবে তারা কখনোই কেন্দ্রীয় সরকারের সাথে পেরে ওঠেনি বা তাদেরকে কেউ ঘাটায়নি। তবে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের দমন পীড়নে অনেক সংগঠন বিলুপ্ত হয়ে গেছে। তারপরও বর্তমানে প্রায় ২০টি স্থানীয় সশস্ত্র বাহিনী রয়েছে, যার মধ্যে প্রায় ৮-১০টি শক্তিশালী সংগঠন। নিম্নে তাদের পরিচয় দেওয়া হলো।

কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি

কারেন সশস্ত্র বাহিনী, কারেন ন্যাশনাল ইউনিয়নের সাথে অধিভুক্ত, ১৯৪৮ সালের পর তারা অস্ত্র হাতে নেয়। এটি কারেন রাজ্য এবং ইরাবদি ডেল্টা নিয়ন্ত্রণ করে। এই বাহিনী একসময় ৬০,০০০ জনে উন্নীত হয়, কিন্তু বার্মিজ সেনাবাহিনী বিভক্ত হওয়ার পর, কারেন বৌদ্ধ সেনা আত্মসমর্পণ করে। বর্তমানে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মিতে এখন ১০,০০০ জনেরও কম লোক অবশিষ্ট রয়েছে। এটি একবার ইয়াঙ্গুনকে ঘিরে একটি আন্দোলন করেছিল।  যা মিয়ানমার সরকারকে সঙ্কটের মধ্যে নিমজ্জিত করেছিল। কিন্তু এখন এটি তার গৌরব হারিয়ে ফেলেছে। 

দে’আং ন্যাশনাল লিবারেশন আর্মি 

এই বাহিনী ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত, এটি মূলত দে’আং জাতিগত গোষ্ঠীর অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য ছিল। দে’আং জাতিগোষ্ঠী, পূর্বে বেঙ্গলং উপজাতি হিসাবে পরিচিত ছিল। মিয়ানমারে এই গোষ্ঠীর প্রায় ৬০০,০০০ লোক রয়েছে। মিয়ানমারের নানসানে সদর দফতর রয়েছে। এটি আগে বলং তুসি নামে পরিচিত ছিল এবং এখন ১,০০০ জনেরও বেশি সশস্ত্র লোক রয়েছে।

শান রাজ্য সেনাবাহিনী দক্ষিণ 

ইস্টার্ন শান স্টেট অ্যালাইড ফোর্স, মিয়ানমারের শান রাজ্যের চতুর্থ বিশেষ প্রশাসনিক অঞ্চলের সশস্ত্র বাহিনী, যাকে মোংলা আর্মি বলা হয়। নিয়ন্ত্রিত এলাকাটি মিয়ানমারের শান রাজ্যের পূর্ব সীমান্ত এলাকা, সংলগ্ন। পূর্বে লাওস এবং পশ্চিমে শান রাজ্যের দ্বিতীয় বিশেষ প্রশাসনিক অঞ্চল (ওয়া স্টেট), এটিতে প্রায় ৩,৬০০ নিয়মিত সৈন্য এবং প্রায় ২,০০০ মিলিশিয়ান রয়েছে। এর সদর দপ্তর হলো মংলা শহর।

শান সশস্ত্র বাহিনী একসময় গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চলের বৃহত্তম সশস্ত্র বাহিনী ছিল। তবে, খুন সাতে মাদক পাচারের কারণে তারা আন্তর্জাতিক নিয়ন্ত্রণের সম্মুখীন হয়েছিল। পরে, খুন সা মঙ্গোলিয়ান-থাই সেনাবাহিনী এবং শান প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। পরে এটি পরাজিত হয়েছিল ইউনাইটেড ওয়া আর্মি এবং মিয়ানমার সরকারী সেনাবাহিনী। পরবর্তীতে, শান দ্য শান স্টেট আর্মি এবং সাউদার্ন শান স্টেট আর্মি একীভূত হয় এবং এখন দাবি সম্পূর্ণ স্বায়ত্তশাসনের।

সাউদার্ন শান স্টেট আর্মি

এরা দক্ষিণ শান রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এবং প্রধানত দক্ষিণ শান রাজ্যের মিয়ানমার-থাইল্যান্ড সীমান্ত এলাকায় অবস্থান করে। মেংগাইতে এদের সদর দপ্তর অবস্থিত।

নর্দার্ন শান স্টেট আর্মি 

এরা শান স্টেটের তৃতীয় বিশেষ জোনের সশস্ত্র বাহিনী। এটি মূলত দক্ষিণ শান স্টেট আর্মির অংশ ছিল এবং সেই সময়ে মিয়ানমারের বৃহত্তম স্থানীয় সশস্ত্র বাহিনী ছিল। পরে এটিকে বিভক্ত করা হয় দুটি শাখা, উত্তর এবং দক্ষিণ। উত্তর শান রাজ্য সেনাবাহিনীর প্রায় ৫,০০০ সৈন্য রয়েছে এবং এর সদর দফতর শান রাজ্যের ওয়ানহাই টাউনশিপে অবস্থিত।

কোকাং মিত্র বাহিনী 

এটি হান সশস্ত্র বাহিনীর অন্তর্গত এবং ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বর্তমানে উত্তর মিয়ানমারের কোকাং কাউন্টিতে অবস্থিত। এটি মিং রাজবংশের সম্রাট ইয়ংলির সময়কাল থেকে চিহ্নিত হয়েছে।  সম্রাট ইয়ংলির মৃত্যুর পর এরা উত্তর মিয়ানমারে অবস্থান করেন এবং পরে ধীরে ধীরে এটি গঠিত হয়।  যা প্রধানদের দ্বারা পরিচালিত হয় এবং কিং রাজবংশের শেষ দিকে ব্রিটিশরা তাদের বাধ্য করেছিল  বার্মায় যোগদানের জন্য। তবে ২০০৯ সালে বিভক্ত হওয়ার পর, কোকাং তার আধিপত্য হারিয়ে ফেলে। এদের প্রধান দাবি হলো কোকাং স্বাধীন হোক এবং বার্মিজদের হস্তক্ষেপ তারা মানবে না।  এটি উত্তর-পূর্ব শান রাজ্যের কোকাং এলাকা নিয়ন্ত্রণ করে এবং এর মোট শক্তি প্রায় ৮,০০০ জন। 

কাচিন স্বাধীনতা বাহিনী 

কাচিন জাতিগত গোষ্ঠীর সশস্ত্র বাহিনী প্রথম ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কাচিন জাতিগোষ্ঠীর একটি সশস্ত্র বাহিনী। এর প্রকৃত নিয়ন্ত্রণ এলাকা কাচিন রাজ্যের উত্তর অংশ।বর্তমানে, ৩০,০০০ জনেরও বেশি প্রশিক্ষিত  লোক রয়েছে।  তাদের শক্তি ইউনাইটেড ওয়া আর্মির মতো ভালো নয়। তারা এখনও সম্প্রতি বার্মিজ সেনাবাহিনীর সাথে প্রচণ্ড লড়াই করছে এবং তাদের প্রধান দাবি বার্মা ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়া।

ইউনাইটেড ওয়া স্টেট আর্মি 

এটি ওয়া জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনীর অন্তর্গত, চীনা ভাষায় কথা বলে এবং আরএমবি প্রচার করে। ভাষাটি মূলত ইউনান ম্যান্ডারিন এবং ওয়া ভাষাটি মূলত ওয়া জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত। যা শান রাজ্যের দ্বিতীয় বিশেষ অঞ্চলে অবস্থিত। এর নিয়ন্ত্রণ এলাকাটি উত্তর এবং দক্ষিণ অংশে বিভক্ত, যার মোট আয়তন প্রায় ৩৭,০০০ বর্গ কিলোমিটার। এতে প্রায় ৪০,০০০ নিয়মিত সৈন্য রয়েছে। এটি  ৫ ডিভিশন-স্তরের বিভক্ত এবং প্রায় ৬০,০০০ মিলিশিয়াম্যান রয়েছে। এটি মিয়ানমারের বৃহত্তম স্থানীয় সশস্ত্র বাহিনী। 

এছাড়াও, ইউনাইটেড ওয়া আর্মির নিজস্ব অস্ত্রাগারও রয়েছে। এই সশস্ত্র বাহিনীটি কেবল মিয়ানমারের বৃহত্তম স্থানীয় সশস্ত্র বাহিনীই নয়, এটি মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী স্থানীয় সশস্ত্র বাহিনীও বটে। এমনকি এটি স্থানীয় সশস্ত্র বাহিনীর মধ্যে সেরা। বিশ্ব এই কারণেই মিয়ানমারের সরকারী বাহিনী, কাচিন আর্মি, কোকাং আর্মি এবং অন্যান্য স্থানীয় সশস্ত্র বাহিনীকে আক্রমণ করার সাহস করলেও, ইউনাইটেড ওয়া আর্মির নিয়ে খুব কমই মাথা ঘামায়। 

যে কারণে এটি এখন মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী জাতিগত সশস্ত্র বাহিনী। বর্তমান নেতা হলেন বাও ইউশিয়াং, যিনি সরকারের সাথে আলোচনায় অগ্রণী ভূমিকা পালন করেন। তার প্রধান দাবি একটি ওয়া রাষ্ট্র প্রতিষ্ঠা।

মোন স্টেট ন্যাশনাল লিবারেশন আর্মি

মোন সশস্ত্র বাহিনী, যাদের পূর্বসূরিরা ১৯৪৮ সালের পরে আবির্ভূত হয়েছিল, ১৯৭৪ সালে অভ্যন্তরীণভাবে বিভক্ত হয়েছিল। যাইহোক, বিভক্ত নিউ মন স্টেট পার্টি ১৯৯৬ সালে পুনরায় একত্রিত হয়েছিল এবং এর শক্তি বৃদ্ধি পেয়েছে, তবে এটি আর বার্মিজ জনগণের জন্য হুমকি হতে পারে না।

আরাকান আর্মি
আরাকান আর্মি

আরাকান আর্মি

আরাকান আর্মি হলো একটি আরাকান (রাখাইন) সশস্ত্র সংগঠন যা ১০ এপ্রিল, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রাখাইন ন্যাশনাল লিগের সশস্ত্র সংগঠন এবং জেনারেল তুন মায়াত নাইং এর নেতৃত্বে রয়েছেন । আরাকান সেনাবাহিনীর প্রধান চার নেতা হলেন জেনারেল তুন মায়াত নাইং, ব্রিগেডিয়ার জেনারেল ড. নিও তুন অং, কর্নেল কিয়াও হান এবং রাখাইন সেনাবাহিনীর তথ্য কর্মকর্তা খাইং থুখা। ১৯৯৭ সালে রাখাইন বিশ্ববিদ্যালয়ের তরুণ ও মধ্যবয়সী ছাত্রদের সম্মিলিত আন্দোলন হিসেবে রাখাইন আর্মি গঠন শুরু হয়। 

২০০৬ সালে, জেনারেল তুন মায়াট নাইং এবং কেআইএ জেনারেল গোয়াং মাও লাইজাতে মিলিত হন এবং ২০০৯ সালে, কেআইএ রাখাইন যুবকদের সামরিক প্রশিক্ষণ দেয়। রাখাইন আর্মি ২০০৯ সালে লাইজাতে ২৬ জন রাখাইন যুবক দ্বারা গঠিত হয়েছিল, যেখানে কাচিন রাজ্য KIO/KIA সদর দপ্তর অবস্থিত। 

অল বার্মা স্টুডেন্টস ডেমোক্রেটিক ফ্রন্ট 

এটি মিয়ানমারের সীমান্তে অবস্থিত সবচেয়ে শক্তিশালী যুব গোষ্ঠী। ছাত্র সংগঠন। ১ নভেম্বর, ১৯৮৮ এ প্রতিষ্ঠিত। এটি একটি বিরোধী সংগঠন যা জাতিগত সশস্ত্র সংগঠনগুলির সাথে মিয়ানমারের গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই করছে। এটি বার্মিজ জান্তার বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন এবং সশস্ত্র সংগ্রামের জন্য ১৯৮৮ সাল থেকে স্টুডেন্ট আর্মি গঠিত হয়েছে।

চিন ন্যাশনাল আর্মি

এটি মিয়ানমারের একটি চিন জাতিগত সশস্ত্র সংগঠন । চিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র বাহিনী ২০ মার্চ, ১৯৮৮ সালে গঠিত হয়েছিল। চিন ন্যাশনাল আর্মি মিয়ানমার সরকারের সাথে ৬ জানুয়ারী, ২০১২-এ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে । চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) হলো মিয়ানমারের একটি চিন জাতিগত সশস্ত্র সংগঠন । এটি চিন ন্যাশনাল লীগের সশস্ত্র বাহিনী এবং ১৩ এপ্রিল, ২০২১ সালে চিন ন্যাশনাল লীগের সাথে গঠিত হয়েছিল। 

জোমি রেভল্যুশনারি আর্মি

জোমি রেভল্যুশনারি আর্মি (সংক্ষেপে জেআরএ নামে পরিচিত) হলো ১৯৯৭ সালে গঠিত একটি জোমি জাতীয় বিপ্লবী সেনাবাহিনী। ভারতে এটি মণিপুরের চুরাচাম্প জেলার কুকি জনগণ এবং পাইত্তে জনগণের মধ্যে উত্তেজনা থেকে উদ্ভূত হয়েছিল। জোমি রেভল্যুশনারি আর্মি, এপ্রিল ১৯৯৩ সালে গঠিত হয়েছিল। ZRA এর উদ্দেশ্য হলো Zo জনগণের স্বার্থ রক্ষা করা এবং Zo জনগণকে একটি রাষ্ট্রের (Zogam) অধীনে একত্রিত করা। ভারতের জোগাম (মণিপুর রাজ্য এবং মিজোরাম রাজ্য); এটি এমন একটি অঞ্চল যেখানে মিয়ানমার ( চিন রাজ্য) এবং বাংলাদেশের (চট্টগ্রাম পার্বত্য দেশ) সীমান্ত রয়েছে।

তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি  

Ta’ang National Liberation Army; সংক্ষেপে TNLA) হলো পালাং স্টেট লিবারেশন ফ্রন্ট (PSLF) এর সশস্ত্র সংগঠন। TNLA হলো বার্মিজ সরকারের বিরোধিতাকারী একটি সংগঠন এবং প্রায়ই বার্মিজ সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। টিএনএলএ পূর্বে কাচিন লিবারেশন আর্মি এবং শান স্টেট আর্মি-উত্তরের সাথে জোট করে, যে কোনো উদীয়মান বৈধ সরকারের বিরোধিতা করছে। 

পা-ও ন্যাশনাল লিবারেশন আর্মি 

পা – ও ন্যাশনাল লিবারেশন আর্মি, সংক্ষেপে পিএনএলএ।  মিয়ানমারের পাও জনগণের একটি সশস্ত্র সংগঠন এবং পাও ন্যাশনাল লিবারেশন লীগের সশস্ত্র বাহিনী। PNLA, অন্যান্য পাও সশস্ত্র গোষ্ঠীর মতো, শান রাজ্যের হো পাওন টাউনশিপে অবস্থিত। পাও স্বায়ত্তশাসিত অঞ্চল পরিচালনা করে, যার মধ্যে রয়েছে সিসাই টাউনশিপ এবং পিন লাউং টাউনশিপ।

রাখাইন স্টেট লিবারেশন আর্মি 

রাখাইন স্টেট লিবারেশন আর্মি সংঘটনটি কারেন ন্যাশনাল ইউনিয়ন (KNU) এর সহায়তায় ২০ নভেম্বর, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২৬ নভেম্বর, ১৯৬৮-এ, ALP-এর কেন্দ্রীয় কমিটির সদস্য খাইং ইয়ে খাইং এবং অন্য ৯ জনকে সিত্তওয়েতে গ্রেপ্তার করা হয়। ১৯৬৮ সালের ডিসেম্বরে, ALA এবং ALP ভেঙে যায় কারণ আরো বেশ কিছু ALP নেতাকে গ্রেপ্তার করা হয়।

১৯৮০ সালে, ALA বন্দীদের সাধারণ ক্ষমাতে মুক্তি দেওয়া হয়েছিল। ১৯৮১ সালে, ALA পুনর্গঠিত হয়েছিল এমনকি KNU এর সহায়তায়। পুনর্গঠিত ALA এর নেতৃত্বে খাইং ইয়ে খাইং। বর্তমানে, ALA মূলত জাতীয়তাবাদের পক্ষে প্রচারণা চালাচ্ছে এই বলে যে, রাখাইন রাজ্যের রোহিঙ্গারা রাখাইন বাসিন্দা নয়, বরং বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।

শেষকথা

মিয়ানমার এমন একটি রাষ্ট্র, যেখানে বার্মিজরা সংখ্যাগরিষ্ঠ হলেও অসংখ্য ক্ষুদ্র এবং বৃহৎ নানান জাতিগোষ্ঠী রয়েছে। এরা পুরো মিয়ানমার জুড়ে বিভিন্ন রাজ্যে বিভক্ত। মিয়ানমারে এমন এমন রাজ্য রয়েছে যেখানে কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতা নেই। তাই বিভিন্ন কারণে এইসব সংখ্যালঘু সম্প্রদায় এবং জাতিগোষ্ঠী গুলো সশস্ত্র  আন্দোলনে নামে। আমরা এইসব সশস্ত্র সংগঠন গুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু সংগঠনের বর্ণনা দিয়ে গেলাম।