বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে ইআইবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
- প্রকাশ: ০৩:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের নেতৃত্বে সফররত ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) একটি প্রতিনিধিদল আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাসস’র খবর।
এ সময় বাংলাদেশে ইআইবির চলমান আর্থিক সহায়তা, অন্তর্বর্তী সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং আগামী বছরগুলোতে অর্থায়নের নতুন ক্ষেত্র আবিস্কারের বিষয়ে আলোচনা হয়।
অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে ইআইবি ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে ইআইবির অর্থায়ন দ্বিগুণ করার আগ্রহ প্রকাশ করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
ইআইবি পরিবেশ, রেলপথ, পানি, গ্রিন এনার্জির পাশাপাশি বেসরকারি খাতে আরও বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করে।
পানি-খাতে চলমান দু’টি প্রকল্পের জন্য অতিরিক্ত ১৬২ মিলিয়ন ইউরো এবং রেল ও আইসিটি খাতে দুটি পাইপলাইন প্রকল্পের জন্য ৬৫০ মিলিয়ন ইউরো অর্থায়ন নিশ্চিত করেন ভাইস প্রেসিডেন্ট ।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইআইবি’র সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা স্বীকার এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তার প্রশংসা করেন।
তিনি বিনিয়োগের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে দেশে একটি অনুকূল পরিবেশের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উপদেষ্টা জানান, বর্তমান সরকার অর্থনীতি পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধি ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং এলডিসি থেকে উত্তোরণ, আরএমজি, কৃষি, শিক্ষা, দক্ষতার ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে ইআইবি থেকে আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।
তিনি দেশের অর্থনীতি এবং টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসরকারি খাতের জন্য সহায়তা বৃদ্ধিতে ইআইবি’র আগ্রহের প্রশংসা করেন।
বিদ্যমান অংশীদারিত্ব পর্যালোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তিন দিনের সফরে ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ইআইবি প্রতিনিধিদল গতকাল ঢাকা পৌঁছেছে।
বর্তমানে বাংলাদেশে ইআইবি অর্থায়নে ছয়টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো, শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং ইআরডির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।