১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
                       

সাত কলেজের ভর্তি আবেদন যে কাঠামোয়

যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছে, কিন্তু নুতন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নয় তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরৎ দেয়ার ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলতার সঙ্গে টাকা ফেরৎ দেয়ার বিষয়টি দেখভাল করবে।
বিশ্লেষণ ডেস্ক
  • প্রকাশ: ০৪:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল হওয়া সরকারি সাত কলেজের স্নাতক ২০২৪-২৫ সেশনের (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা তাদের নিজস্ব কাঠামোয় সম্পন্ন করা হবে। ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) সাত কলেজের আবেদন গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বার্তায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত ১৮২টি কলেজ বা ইনস্টিটিউটের মধ্যে সাধারণ শিক্ষা ধরনের (Category) ঢাকায় অবস্থিত সরকারি সাতটি কলেজের সম্মানজনক পৃথককরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিভিন্ন প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

এ কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পরবর্তী নির্দেশনা মোতাবেক তাদের নিজ কাঠামোর (বিশ্ববিদ্যালয় বা অন্য কিছু) ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করা হবে। এই ওয়েবসাইটে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য ও ভর্তি পরীক্ষার জমাকৃত ফি মোট ৩৩ হাজার ১০১টি আবেদন নতুন কাঠামোর ভর্তি পরীক্ষার আয়োজকদের সরবরাহ করা হবে।

 

একই সঙ্গে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছে, কিন্তু নুতন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নয় তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরৎ দেয়ার ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলতার সঙ্গে টাকা ফেরৎ দেয়ার বিষয়টি দেখভাল করবে।

‘ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি’, এবং ‘গার্হস্থ্য অর্থনীতি’ ধরনের বিশেষায়িত কলেজগুলোর ভর্তি আবেদন গ্রহণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) এক সভায় আবেদন স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

বিষয়:

শেয়ার করুন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

বিশেষ শর্তসাপেক্ষে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছে, কিন্তু নুতন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নয় তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরৎ দেয়ার ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলতার সঙ্গে টাকা ফেরৎ দেয়ার বিষয়টি দেখভাল করবে।

সাত কলেজের ভর্তি আবেদন যে কাঠামোয়

প্রকাশ: ০৪:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল হওয়া সরকারি সাত কলেজের স্নাতক ২০২৪-২৫ সেশনের (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা তাদের নিজস্ব কাঠামোয় সম্পন্ন করা হবে। ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) সাত কলেজের আবেদন গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বার্তায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত ১৮২টি কলেজ বা ইনস্টিটিউটের মধ্যে সাধারণ শিক্ষা ধরনের (Category) ঢাকায় অবস্থিত সরকারি সাতটি কলেজের সম্মানজনক পৃথককরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিভিন্ন প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

এ কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পরবর্তী নির্দেশনা মোতাবেক তাদের নিজ কাঠামোর (বিশ্ববিদ্যালয় বা অন্য কিছু) ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করা হবে। এই ওয়েবসাইটে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য ও ভর্তি পরীক্ষার জমাকৃত ফি মোট ৩৩ হাজার ১০১টি আবেদন নতুন কাঠামোর ভর্তি পরীক্ষার আয়োজকদের সরবরাহ করা হবে।

 

একই সঙ্গে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছে, কিন্তু নুতন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নয় তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরৎ দেয়ার ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলতার সঙ্গে টাকা ফেরৎ দেয়ার বিষয়টি দেখভাল করবে।

‘ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি’, এবং ‘গার্হস্থ্য অর্থনীতি’ ধরনের বিশেষায়িত কলেজগুলোর ভর্তি আবেদন গ্রহণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) এক সভায় আবেদন স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।